উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের স্ট্রাটেজি গঠনের জন্য টাস্ক ফোর্স তৈরী করছে কিছুদিন ধরে। সম্প্রতি এই টাস্ক ফোর্সের সমন্বয়ক একজনের কাছ থেকে আমন্ত্রণ পাই একটি টাস্ক ফোর্সে অংশ নেয়ার জন্য। কিন্তু আমন্ত্রণে দুঃখের সাথে লক্ষ্য করি, টাস্কফোর্সটি হলো Taskforce on India ( http://strategy.wikimedia.org/wiki/Task_force/India_Task_Force ).
এই ব্যাপারে আমন্ত্রণকারীর সাথে আলোচনা করে জানতে পারি, এখন পর্যন্ত কেবলমাত্র ভারতের উপরেই টাস্ক ফোর্স গঠিত হয়েছে বিধায়, এবং বাংলাকে উইকিমিডিয়া ফাউন্ডেশনের চোখে ভারতের ভাষা হিসেবে গণ্য করায় এই আমন্ত্রণটি পেয়েছি।
আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়েছি, কেবলমাত্র ভারতের উপরে টাস্কফোর্স গঠন না করে দক্ষিণ এশিয়ার উপরে একটি বৃহত্তর টাস্ক ফোর্স গঠন করতে। এর পাশাপাশি আমি চিন্তা করছি, বাংলাদেশের উপরে একটি টাস্ক ফোর্স গঠন করা যায় কি না। কারণ ভারতীয় টাস্কফোর্সটির কর্মকাণ্ড এখন পর্যন্ত অতি সামান্যই, কাজেই আমরা এখন শুরু করলে এগোতে পারবো ভালোই। টাস্কফোর্স গঠনের আরেকটি দিক হলো বাংলা ভাষা সম্পর্কে ফাউন্ডেশনের ভুল ধারণাটি একটু কমানো, কেননা দুঃখজনক হলেও তারা এখনো বাংলাকে কেবলমাত্র ভারতীয় ভাষা হিসাবে ধরে রাখছে।
এই ব্যাপারে আগ্রহীরা টাস্কফোর্সের প্রস্তাব রাখার পাতাটি দেখতে পারেন, এবং সেই অনুসারে বাংলাদেশ টাস্ক ফোর্সের কাজ শুরু করতে পারেন। http://strategy.wikimedia.org/wiki/Task_force
রাগিব
-- Ragib Hasan, Ph.D. NSF Computing Innovation Fellow and Assistant Research Scientist
Dept of Computer Science Johns Hopkins University 3400 N Charles Street Baltimore, MD 21210
Website: http://www.ragibhasan.com http://www.cs.uiuc.edu/homes/rhasan
wikimedia-bd@lists.wikimedia.org