প্রিয় সবাই, এরপূর্বে আমরা বাংলা উইকিপিডিয়া নিয়ে কি প্রকল্প হাতে নেওয়া যায় সেগুলোর আইডিয়া সবার কাছে আহ্বান করেছিলাম। অনেকেই দিয়েছেনও, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এ ব্যাপারে গুগল হ্যাংআউটে একটি অনলাইন মিটিং করতে চাই। এই অনলাইন মিটিং এর উদ্দেশ্য দুটি,
প্রথমত, অনেকদিন যাবত সম্প্রদায়ের সবার সাথে অনলাইন কোন মিটিং হয় না (সবার পক্ষে অফলাইন মিটআপে আসাও সম্ভব হয় না) সুতরাং এটা আড্ডা হিসেবেও বিবেচিত হতে পারে। সুতরাং আপনার কাছে কোন আইডিয়া না থাকলেও সমস্যা নাই, উইকিপিডিয়া নিয়ে এমনি আলাপ হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এ ধরণের আড্ডা যাতে নিয়মিত আয়োজন করা যায় সে ব্যাপারেও একটি ধারণা হবে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উইকিপিডিয়া নিয়ে আউটরিচ বা অনলাইন যৌথ অনুষ্ঠান করতে চাইলে সেগুলো আরও ভালোভাবে কিভাবে করা যায় সে ব্যাপারে সম্প্রদায়ের আইডিয়া/মতামত/পরামর্শ সংগ্রহ করা।
বাংলা উইকিপিডিয়ার ব্যাপারে আগ্রহী যে কেউ অংশ নিতে পারেন (তবে ২৫ জনের বেশি হ্যাংআউটে গ্রুপ কল করা যায় না, এরচেয়ে বেশি হবে না বলেই বিশ্বাস)।
তারিখ: ২৭শে অক্টোবর সময়: রাত ৯টা থেকে ১১টা (বাংলাদেশ সময়) হ্যাংআউট লিংক: https://hangouts.google.com/call/JCwdozs2wGzK_NlqkRl-AEEM
সবশেষে, লিস্টে মেইল দিতে মনে নাই। আজ ২৬শে অক্টোবর অফলাইন নিয়মিত আড্ডার অংশ হিসেবে যথারীতি বিকাল ৪টায় শাহাবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনের চত্ত্বরে উইকিপিডিয়া আড্ডা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ তারিখ যেহেতু উইকিমিডিয়ার আরও একটি প্রকল্প উইকিউপাত্তের ৬ষ্ঠ জন্মদিন সেহেতু আমরা ছোটখাটো একটা কেকও কাটবো আড্ডায়। এখানেও সবাইকে আমন্ত্রণ।
ধন্যবাদ নাহিদ সুলতান
wikimedia-bd@lists.wikimedia.org