প্রিয় উইকিমিডিয়ানগণ,
বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল রয়েছি। এই ব্যাপারে নতুন করে কিছু বলার নেই।
ইন্টারনেটের শীর্ষ স্থানীয় সাইটগুলোর মধ্যে উইকিপিডিয়ার অবস্থান ষষ্ঠ। গত একযুগে নিরপেক্ষ তথ্যের জন্য উইকিপিডিয়া মানুষের মাঝে একটি জায়গা তৈরি করে নিয়েছে। যে কোন বিষয়ে সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করার সময় উইকিপিডিয়ার তথ্য মানুষের কাছে একটি বিশেষে গুরুত্ব পায়। এমনকি বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোও উইকিপিডিয়ার আগের শীর্ষ পাঁচের মধ্যে তো নেই-ই, এমনকি শীর্ষ পঞ্চাশেও নেই। [0]
বাংলা এবং ইংরেজি উইকিপিডিয়ায় কিছু বিশেষ ব্যক্তিবর্গ এবং বিশেষ ঘটনার নিবন্ধ যেমন রয়েছে, তেমনি চলমান ঘটনাপ্রবাহের হালনাগাদ তথ্যের প্রচুর অভাবও রয়েছে। কিছু কিছু নিবন্ধে এমন কিছু অসম্পূর্ণ তথ্য রয়েছে যাতে নিরপেক্ষতার ঢঙ থাকলেও তথ্যের অভাবে মূদ্রার অন্যপিঠ অস্পষ্ট কিংবা বেশ কিছু ক্ষেত্রে একেবারে অন্ধকারে।
আমাদের অজানা নতুন কোন দেশ, দেশের ইতিহাস, দেশের ঘটনাপ্রবাহ জানার জন্য আমরা যেমন উইকিপিডিয়ায় খোঁজ করি, তেমনিভাবে বিশ্বের আনাচে কানাচে থেকে মানুষ বাংলাদেশকে জানা, এই দেশের মানুষগুলোকে চেনার চেষ্টা চালায় উইকিপিডিয়ার তথ্যের উপর নির্ভর করে।
আমাদের উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়ানদের এই বিষয়ে নিশ্চয়ই কিছু করার রয়েছে। আমরা যা যা করতে পারি-
১। যে নিবন্ধগুলো এখনো শুরু করা হয়নি সেগুলোর কাজ শুরু করা। ২। যে নিবন্ধ তথ্যের ঘাটতি রয়েছে সেগুলোতে হালনাগাদ তথ্য যোগ করা। বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যমের সংখ্যা কম নয়। এই কাজ আমরা সহজেই করতে পারব। ৩। যে নিবন্ধের যেখানে তথ্যের সূত্র কিংবা মান নিয়ে সংশয় রয়েছে সেগুলোতে প্রশ্ন তোলা (ট্যাগ যোগ করা)। ৪। যে ক্ষেত্রে অনলাইনের তথ্য পাওয়া যাচ্ছে সে ক্ষেত্রে সাধারণের জন্য প্রকাশিত এবং যাচাইযোগ্য নথি সংগ্রহ করা এবং তথ্য যোগ করা। ৫। অনেকেই প্রচুর ছবি তুলছি। সেগুলো উইকি কমনসে ( http://commons.wikimedia.org/) আপলোড করা।
এখানে অনেকেই অভিজ্ঞ উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়ান রয়েছে। যে কোন সাহায্যের জন্য এই মেইলিং লিস্টে মেইল করে সাহায্য চাওয়া যেতে পারে। আশাকরি তারা আন্তরিকভাবেই নতুন উইকিপিডিয়ানদের সাহায্যে এগিয়ে আসবেন।
আসুন, আমরা একসাথে কিছু করি। নিজেদের কথা নিজেরাই বিশ্বকে জানাই।
ধন্যবাদ।
সূত্র: ------ [0] http://www.alexa.com/topsites
--- Shabab Mustafa
প্রিয় উইকিমিডিয়ানগণ,
আমি ছবি তুলি শখের বশেই। আমি উইকিতে আমার তোলা ছবি সংযোজন করতে চাই, এখানে যোগ্যতা বা ছবির কোন মাপকাঠি কি আছে ? যেসব বিষয়ের ছবি প্রয়োজন আমি সেসব ছবিই দিব।
এটা আমার লিঙ্ক, ধন্যবাদ।
প্রিয় ফেরদৌসী, আপনি উইকিমিডিয়া কমন্স এ আপনার তোলা ছবি আপলোড করতে পারেন, তার জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই। তবে ছবিগুলো ফ্রি লাইসেন্সে আপলোড করতে হবে। ছবি আপলোড করতে এবং আরও বিস্তারিত জানতে commons.wikimedia.org তে ভিজিট করুন। ধন্যবাদ। তন্ময় On Feb 9, 2013 2:11 AM, "Ferdousi Begum" mefirdous3@gmail.com wrote:
প্রিয় উইকিমিডিয়ানগণ,
আমি ছবি তুলি শখের বশেই। আমি উইকিতে আমার তোলা ছবি সংযোজন করতে চাই, এখানে যোগ্যতা বা ছবির কোন মাপকাঠি কি আছে ? যেসব বিষয়ের ছবি প্রয়োজন আমি সেসব ছবিই দিব।
এটা আমার লিঙ্ক, ধন্যবাদ।
http://www.flickr.com/photos/begumf/
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
প্রিয় ফেরদৌসী, আপনি উইকিমিডিয়া কমন্স এ আপনার তোলা ছবি আপলোড করতে পারেন, তার জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই। তবে ছবিগুলো ফ্রি লাইসেন্সে আপলোড করতে হবে। ছবি আপলোড করতে এবং আরও বিস্তারিত জানতে commons.wikimedia.org তে ভিজিট করুন। ধন্যবাদ। তন্ময় On Feb 9, 2013 2:11 AM, "Ferdousi Begum" mefirdous3@gmail.com wrote:
প্রিয় উইকিমিডিয়ানগণ,
আমি ছবি তুলি শখের বশেই। আমি উইকিতে আমার তোলা ছবি সংযোজন করতে চাই, এখানে যোগ্যতা বা ছবির কোন মাপকাঠি কি আছে ? যেসব বিষয়ের ছবি প্রয়োজন আমি সেসব ছবিই দিব।
এটা আমার লিঙ্ক, ধন্যবাদ।
http://www.flickr.com/photos/begumf/
_______________________________________________ Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
wikimedia-bd@lists.wikimedia.org