সুধী,
উইকিসংকলনে "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র" বইয়ের মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার সাপ্তাহিক সম্বন্বয় সভা হচ্ছে প্রতি শনিবার। সেই মোতাবেক দ্বিতীয় সভার সময় আজ শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২, রাত ৮:০০ - ৯:০০ (বাংলাদেশ) বা সন্ধ্যে ৭:৩০ - ৮:৩০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি)
সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে।
মিটিং লিংক — https://us02web.zoom.us/j/84945409336
মিটিং আইডি: 849 4540 9336
বৈঠকটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ নীতিমালা প্রযোজ্য থাকবে।
বিস্তারিত — https://bn.wikisource.org/s/hd04
ধন্যবাদ।
— শাবাব মুস্তাফা
On Mon, 12 Dec 2022 at 08:57, Ela Sen ela_sen19311@yahoo.com wrote:
Got it.
On Friday, December 9, 2022 at 07:09:21 PM GMT+5:30, Shabab Mustafa < shabab.mustafa@gmail.com> wrote:
সুধী,
সকলের অংশগ্রহণে এগিয়ে চলেছে মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা। প্রতিযোগীদের সুবিধার্থে আয়োজক ও পর্যালোচকদের সাথে সরাসরি কথা বলতে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কোনো সাহায্য ও জিজ্ঞাসার জন্য প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
পরবর্তী সভার সময় আগামী শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, রাত ৮:০০ - ৯:০০ (বাংলাদেশ) বা সন্ধ্যে ৭:৩০ - ৮:৩০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি)
সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে।
মিটিং লিংক — https://us02web.zoom.us/j/84945409336
মিটিং আইডি: 849 4540 9336
বৈঠকটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ নীতিমালা প্রযোজ্য থাকবে।
বিস্তারিত — https://bn.wikisource.org/s/hd04
ধন্যবাদ।
— শাবাব মুস্তাফা
On Wed, Nov 30, 2022, 10:22 PM Shabab Mustafa shabab.mustafa@gmail.com wrote:
সুধী,
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস এবং এর গুরুত্বপূর্ণ দলিলাদি সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৭ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখন এবং মুদ্রণ প্রকল্প গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৮২ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র" নামে ১৫ খন্ডে প্রায় ১৫ হাজার পৃষ্ঠার এক সুবিশাল গ্রন্থমালা প্রকাশিত হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ সংকলন। বাংলাদেশের ইতিহাস গবেষকদের জন্যও এটি একটি মূল্যবান রেফারেন্স গ্রন্থ হিসেবে বিবেচিত। এই বই শুধু বাংলাদেশই নয়, সমগ্র বাঙালি জাতির বিকাশের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বইটি বাংলা উইকিসংকলন প্রকল্পে উপলব্ধ রয়েছে ঠিকই, কিন্তু এর মুদ্রণ সংশোধন https://bn.wikisource.org/s/hd07 প্রয়োজন। যা এর পঠনযোগ্যতা বাড়াতে এবং সার্চ করে সহজে তথ্য খুঁজে পেতে সহায়ক হবে। সেইসাথে ভবিষ্যতে উইকিপিডিয়ায় এই বিষয়ে ব্যাপক হারে সঠিক তথ্য ও তথ্যসূত্র যোগ করা সম্ভব হবে।
বিজয়ের মাস ডিসেম্বরে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাংলা উইকিসংকলনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উপলক্ষে একটি মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম তিন বিজয়ীদের এই দুই সংগঠন থেকে পুরস্কৃত করা হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে - https://bn.wikisource.org/s/hd04
প্রতিযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।
ধন্যবাদ।
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে-
শাবাব মুস্তাফা
wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org _______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-leave@lists.wikimedia.org
wikimedia-bd@lists.wikimedia.org