২০১০ সালের নির্বাচিত ছবিগুলো নিয়ে উইকিমিডিয়া কমন্সে [১] পঞ্চম বারের মতো এ বছরের নির্বাচিত ছবি নির্বাচনের আয়োজন শুরু হয়েছে [২]। এ উপলক্ষে উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে ভোট আহবান করা হয়েছে। এই ভোট দানের জন্য কমন্সে একটি একত্রীকৃত অ্যাকাউন্ট [৩] থাকা শর্ত হলেও, কমন্সে যথেষ্ট পরিমাণ সম্পাদনা থাকা শর্ত নয়। আপনি খুব সহজেই একটি টুল [৪] ব্যবহার করে আপনি ভোট প্রদানের যোগ্য কিনা তা যাচাই করতে পারেন। পাতটির ইউজার অংশে আপনার উইকিপিডিয়ার অ্যাকাউন্টের নাম লিখুন। উইকি স্বয়ংক্রিভাবে নির্ধারিত হবে তাই আর কিছুই নির্বাচনের প্রয়োজন নেই। শুধু সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল পেয়ে যাবেন। ভোট প্রদানের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে এ সংক্রান্ত কমন্সের পাতাটি দেখুন। [৫]
ভোট প্রদানের জন্য কমন্সের গ্যালারি পাতায় যান [৬], এবং পছন্দের গ্যালিরিতে গিয়ে পছন্দের চিত্রের নিচের থাকা "ভোট ফর দিস ইমেজ" বাটনে ক্লিক করুন। এর মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে ঐ ছবির ভোটের পাতায় আপনার ভোট যুক্ত হবে (এ জন্য আপনার ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট সক্রিয় থাকা প্রয়োজন)। প্রথম রাউন্ড হিসেবে আপনি পছন্দের সকল গ্যালারিতে আপনার পছন্দের সকল ছবিকেই ভোট দিতে পারবেন। এই রাউন্ডে ভোট গ্রহণ চলবে ৪ মে, ২০১১ পর্যন্ত।
ধন্যবাদ তানভির বিষয়টি সবার সাথে শেয়ার করার জন্য। আমি ভোট দেওয়া শুরু করেছি। খুবই সহজ। বিভিন্ন কেটাগরিতে যে ছবিটি আপনার কাছে দেখে ভাল লাগবে তাকেই ভোট দিতে পারবেন। অন্যদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
বেলায়েত
2011/5/2 Tanvir Rahman wikitanvir@gmail.com
২০১০ সালের নির্বাচিত ছবিগুলো নিয়ে উইকিমিডিয়া কমন্সে [১] পঞ্চম বারের মতো এ বছরের নির্বাচিত ছবি নির্বাচনের আয়োজন শুরু হয়েছে [২]। এ উপলক্ষে উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে ভোট আহবান করা হয়েছে। এই ভোট দানের জন্য কমন্সে একটি একত্রীকৃত অ্যাকাউন্ট [৩] থাকা শর্ত হলেও, কমন্সে যথেষ্ট পরিমাণ সম্পাদনা থাকা শর্ত নয়। আপনি খুব সহজেই একটি টুল [৪] ব্যবহার করে আপনি ভোট প্রদানের যোগ্য কিনা তা যাচাই করতে পারেন। পাতটির ইউজার অংশে আপনার উইকিপিডিয়ার অ্যাকাউন্টের নাম লিখুন। উইকি স্বয়ংক্রিভাবে নির্ধারিত হবে তাই আর কিছুই নির্বাচনের প্রয়োজন নেই। শুধু সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল পেয়ে যাবেন। ভোট প্রদানের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে এ সংক্রান্ত কমন্সের পাতাটি দেখুন। [৫]
ভোট প্রদানের জন্য কমন্সের গ্যালারি পাতায় যান [৬], এবং পছন্দের গ্যালিরিতে গিয়ে পছন্দের চিত্রের নিচের থাকা "ভোট ফর দিস ইমেজ" বাটনে ক্লিক করুন। এর মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে ঐ ছবির ভোটের পাতায় আপনার ভোট যুক্ত হবে (এ জন্য আপনার ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট সক্রিয় থাকা প্রয়োজন)। প্রথম রাউন্ড হিসেবে আপনি পছন্দের সকল গ্যালারিতে আপনার পছন্দের সকল ছবিকেই ভোট দিতে পারবেন। এই রাউন্ডে ভোট গ্রহণ চলবে ৪ মে, ২০১১ পর্যন্ত।
-- Tanvir Rahman http://bit.ly/wikitanvir
[১] http://commons.wikimedia.org [২] http://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2010 [৩] http://meta.wikimedia.org/wiki/Help:Unified_login [৪] http://toolserver.org/~pathoschild/accounteligibility/?&wiki=&event=... [৫] http://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2010/Eligibili... [৬] http://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2010/Galleries
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
আমি আরেকটি অনুরোধ করবো। এই অনুরোধটি যাঁরা ভোট দিচ্ছেন বা যাঁরা পারছেন না সবার কাছেই। তা হচ্ছে আপনারা আপনাদের পছন্দনীয় ছবিটির বিবরণটি বাংলা করতে পারেন। ভোটের পাতাগুলো অস্থায়ী, অর্থাৎ ভোটগ্রহণ শেষে কেউ দেখবে না, কিন্তু ছবির ক্যাপশনগুলো স্থায়ীভাবে রয়ে যাবে। :) তাই সম্ভব হলে সময় সুযোগ বুঝে বিবরণগুলো বাংলায় অনুবাদ করার অনুরোধ থাকলো। সব না পারলেও, অন্তত আপনাদের যেগুলো পছন্দ হয়েছে বা যেগুলোকে ভোট দিচ্ছেন। অনুবাদের জন্য সম্পাদনা পাতায় যান (অর্থাৎ ওপরে থাকা Edit বাটনে ক্লিক করুন), এরপর | description = লেখাটি খুঁজে বের করুন ({{Information লেখার নিচেই এটি পাবেন)। অতঃপর বাংলা অনুবাদ যোগ করতে তারপর লিখুন {{bn|আপনার অনুবাদকৃত লেখা}}। ব্যস তবেই হবে। আশা করি সবাই চেষ্টা করে দেখবেন। :)
আমিও ভোট দিয়েছি। দারুণ সব ছবি। এরা যে কেন ফ্রি-তে এগুলো দিয়ে রেখেছে সেটা এক আশ্চর্যই বটে। আমি ফেসবুকেও শেয়ার করেছি। তবে অনুবাদ করা হয়নি, সেজন্য দুঃখিত।
On 5/2/11, Tanvir Rahman wikitanvir@gmail.com wrote:
আমি আরেকটি অনুরোধ করবো। এই অনুরোধটি যাঁরা ভোট দিচ্ছেন বা যাঁরা পারছেন না সবার কাছেই। তা হচ্ছে আপনারা আপনাদের পছন্দনীয় ছবিটির বিবরণটি বাংলা করতে পারেন। ভোটের পাতাগুলো অস্থায়ী, অর্থাৎ ভোটগ্রহণ শেষে কেউ দেখবে না, কিন্তু ছবির ক্যাপশনগুলো স্থায়ীভাবে রয়ে যাবে। :) তাই সম্ভব হলে সময় সুযোগ বুঝে বিবরণগুলো বাংলায় অনুবাদ করার অনুরোধ থাকলো। সব না পারলেও, অন্তত আপনাদের যেগুলো পছন্দ হয়েছে বা যেগুলোকে ভোট দিচ্ছেন। অনুবাদের জন্য সম্পাদনা পাতায় যান (অর্থাৎ ওপরে থাকা Edit বাটনে ক্লিক করুন), এরপর | description = লেখাটি খুঁজে বের করুন ({{Information লেখার নিচেই এটি পাবেন)। অতঃপর বাংলা অনুবাদ যোগ করতে তারপর লিখুন {{bn|আপনার অনুবাদকৃত লেখা}}। ব্যস তবেই হবে। আশা করি সবাই চেষ্টা করে দেখবেন। :)
-- Tanvir Rahman http://bit.ly/wikitanvir
অবশেষে উইকিমিডিয়া কমন্সে [১] এ বছরের নির্বাচিত ছবি [২] নির্বাচনের জন্য সর্বশেষ পর্বটি শুরু হয়েছে। আর এই পর্বে অংশ নিয়েছে সর্বমোট ৩৬টি ছবি [৩]। ছবিগুলো প্রথম পর্বের ১২টি বিভাগের প্রত্যেকটির ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী। প্রথম পর্বে যতো খুশি ছবিকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও, এ পর্বে আগ্রহী ভোটারগণ একটি মাত্র ছবিকেই ভোট দিতে পারবেন।
একটি মাত্র ভোট দেওয়ার জন্য আপনাদের ডিসিশন নিতে কষ্ট হতে পারে, এমনকি লটারিও করা লাগতে পারে মনে মনে। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয়, অনেক হিসাব-নিকাশ করে অবশেষে একটি ভোট দেওয়ার পর আপনার মনে দুঃখবোধ থাকবে কারণ পছন্দের আরেকটি ছবিকে আপনি ভোট দিতে পারেননি। :(
যাই হোক, দারুণ দারুণ সব ছবি নিয়ে শুরু হওয়া এই সর্বশেষ পর্বের ভোট গ্রহণ চলবে ইউটিসি সময় অনুযায়ী ৭ জুন, ২৩:৫৯ পর্যন্ত। আর বাংলাদেশ সময় ৮ জুন, ভোর ৫:৫৯ পর্যন্ত। ভোট দেওয়ার নিয়ম ও ভোটারদের যোগ্যতা আগের মতোই [৪]।
যাঁরা ভোট দিতে পারছেন বা পারছেন না, উভয়ই ব্লগ, ফোরাম, ফেসবুক, টুইটার, আইডেন্টিকা, বা শুধু মুখের কথার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন মুক্ত ছবির এই জয়গানের কথা। সবাইকে শুভেচ্ছা। :)
একটা ভুল হয়েছে। মোট ১৭টি বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় হিসেব মোট ৩৪টি ছবি নেওয়া হয়েছে, এবং সবগুলো ছবির মধ্যে সবার ওপরের ১৫টি ছবির মধ্যে রয়েছে এমন দুটো ছবি নিয়ে মোট ৩৬টি ছবি হয়েছে। ছবি দুটো নিজেদের গ্রুপে তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকলেও সেগুলো সবার ওপরের ১৫ টির মধ্যে স্থান করে নেওয়ায় তাদরেকে ফাইনাল রাউন্ডে স্থান দেওয়া হয়েছে।
তানভির
wikimedia-bd@lists.wikimedia.org