সুধী,
গত ১৫ জানুয়ারি ২০১৭ তারিখে চট্টগ্রামের হালিশহরে অবস্থিত 'চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়ের' কার্যালয়ে উইকিপিডিয়া ইংরেজি সংস্করণের জন্মদিন পালিত হয়। আয়োজনে চট্টগ্রামের সক্রিয় উইকিপিডিয়ানরা অংশ নিয়েছে। এখানে বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি চট্টগ্রাম সম্প্রদায়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়।
অংশগ্রহণকারী সকল উইকিপিডিয়ানদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে এবং স্থানীয় সম্পদায়ের সহোযোগিতায় দেশের মোট সাতটি স্থানে একইসাথে দিনটি পালিত হয়।
_________________________________ অনুষ্ঠানের ছবি পাওয়া যাবে নিচের বিষয়শ্রেণীতে: https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia%27s_ 16th_Birthday_celebration_in_Chittagong https://commons.wikimedia.org/wiki/Category:Chittagong_Wikipedia_Community_Wiki_Iftar,_June_2016
ধন্যবাদ,
*--মহীন রীয়াদ* নির্বাহী সদস্য উইকিমিডিয়া বাংলাদেশ
wikimedia-bd@lists.wikimedia.org