সুধী,
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এর ফলাফল প্রকাশিত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের যৌথ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত এই এডিটাথনটি প্রাথমিকভাবে ১৫ দিন ব্যাপী করার পরিকল্পনা থাকলেও অংশগ্রহণকারীদের আগ্রহ ও সাধারণ ছুটি বাড়ানোর প্রেক্ষিতে এডিটাথনের সময়ও আরও ১৫ দিন বাড়িয়ে এক মাস করা হয়। পর্যালোচনার দীর্ঘ প্রক্রিয়া শেষে ফলাফল প্রকাশ করতে পারায় আমরা আনন্দিত।
এডিটাথনের বিস্তারিত ফলাফল জানতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন। https://bn.wikipedia.org/s/fuai
মাস ব্যাপী পরিচালিত এই এডিটাথনে প্রণীত ও সম্প্রসারিত মিলিয়ে সর্বমোট ২২৩টি নিবন্ধ সম্পাদিত হয়েছে। এর মধ্যে ২০৩টি নিবন্ধ প্রণীত ও ২০টি নিবন্ধ পরিবর্ধিত হয়েছে। এডিটাথনে জমাদানকৃত নিবন্ধের পরিমাণ ২০৪টি, এবং পর্যালোচনা শেষে গৃহীত হয়েছে ১৫৮টি নিবন্ধ। ৪৫ জন অবদানকারী এই এডিটাথনে অংশগ্রহণ করেছেন।
উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া শীর্ষ তিনজন হচ্ছেন:
১. ব্যবহারকারী:T. Galib (গৃহীত নিবন্ধ সংখ্যা: ২৫) ২. ব্যবহারকারী:Md. Golam Mukit Khan (গৃহীত নিবন্ধ সংখ্যা: ২৩) ৩. ব্যবহারকারী:Md. Sadman Sakib Bd (গৃহীত নিবন্ধ সংখ্যা: ২১)
এছাড়াও ন্যূনতম তিনটি নিবন্ধ গৃহীত হয়েছে এমন অংশগ্রহণকারী রয়েছেন ১৩ জন, এবং কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হয়েছে এমন অংশগ্রহণকারী রয়েছেন ৩১ জন।
কার্যকরী ও উৎসাহমূলক অংশগ্রহণের মাধ্যমে এডিটাথনটি সফল করায় আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
এডিটাথন আয়োজকদলের পক্ষে,
তানভির রহমান