চমৎকার কাজ হয়েছে! অল্প কথায় ভাল টিউটোরিয়াল।
আমার মনে হয় দুয়েকটা ব্যাপার একটু মনযোগ দিলে পরেরগুলো আরো দারুণ হবে। ১। সাউন্ডটা আলাদা ভাবে রেকর্ড + প্রসেস করা যেতে পারে। পড়ে ভিডিও এডিটের সময় জুড়ে দিলেই হবে। ২। শুরু করার আগে মোটামুটি একটা রাফ স্ক্রিপ্ট মাথায় থাকলে ভাল হবে। যেমন এই টিউটোরিয়ালের প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ অনেক বেশি ভাল হয়েছে। ৩। শুরুর আগে কি করতে চলেছি সেটা একবার মহড়া দিয়ে নেয়া যেতে পারে। তাতে কনফিডেন্স লেভেল খুব ভাল থাকবে এবং বর্ণনাতেও তা প্রকাশ পাবে। যিনি দেখছেন তিনি অনেক বেশি ভরসা পাবেন। ৪। টাইটেলগুলো হলুদের বদলে সাদার উপর কালো বা কালোর উপর সাদা হলে আরেকটু সুন্দর লাগত হয়ত। যেহেতু ভিডিও ভেতরের কনটেন্টে সাদা পেজের উপর কালো টেক্সট আছে তাই হলুদটা বড় বেশি চোখে লাগছে। ৫। শুরুর দিকে কি কি করব তার বর্ণনার সাথে সাথে একটা স্লাইডে সেগুলোর টেক্সট (মানে যা শুনছি তা দেখছিও এমনটা) থাকলে ভিজ্যুয়ালটা আরো জমত হয়ত।
সব মিলিয়ে ভালই হয়েছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন!
--- Shabab Mustafa
2013/1/3 Ashraf Ahmed ahmashraf@gmail.com
ধন্যবাদ ভাইয়া। অনেক ভাল হয়েছে।
2013/1/2 Sad Sad sad_1971@ymail.com
প্রিয় বাংলা উইকিপিডিয়ানবৃন্দ, রেফারেন্স যোগ করার পদ্ধতি দেখিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল বানানো হলো। আশা করছি এই ভিডিওতে রেফারেন্স বা তথ্যসূত্র যোগ করার বিষয়ে যে কারো সমস্যা সমাধান হবে। উইকি নিয়ে আগ্রহীদের কাজে লাগবে আশা করি।
ভিডিও লিংক:
ভিমিও: https://vimeo.com/55114105
ইউটিউব: http://www.youtube.com/watch?v=bWUeJEGaUj0
কোন ভূল হয়ে থাকলে জানাবেন দয়া করে। খুব ভালো লাগবে ভিডিও দেখে মতামত জানালে। ধন্যবাদ।
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd