সংগঠনগুলো হতে পারে - বিশ্ব সাহিত্য কেন্দ্র (সাহিত্যিক/লেখকদের জীবনী অনুবাদ করে দেবে, কিংবা বিখ্যাত বইয়ের উপরে ভুক্তি তৈরী করবে)। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন (মহাকাশের ভুক্তি গুলো)। ইত্যাদি।
2009/9/13 Tanvir Rahman wikitanvir@hotmail.com:
আর গণিত, বিজ্ঞান প্রভৃতি প্রকল্পগুলো সমৃদ্ধ করে বা এজন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে এগুলোর উন্নতিতে অবদান রাখতে পারেন এমন মানুষ জোগাড়ে, সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে প্রচারণা করা যায়। এটা অনেক ভালো একটা পদক্ষেপ, তবে এটা সরাসরি প্রচারণার মধ্যে পড়ে বলে আমার ব্যক্তিগত মত। আর এজন্য বড় বাধা হচ্ছে সময় দেওয়ার মতো অপ্রতুল নিয়মিত উইকিমিডিয়ান। ব্যাপারটা আবার চক্রের শুরুতে চলে গেলো বলে মনে হচ্ছে। দুঃখিত।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh