সুধী,
আপনাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই অবগত আছেন যে গত ৩০ মার্চ, ২০১২ উইকিমিডিয়া ফাউন্ডশেন বোর্ডে তহবিল সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম সম্পর্কিত কিছু সিন্ধান্ত[১] গৃহীত হয়। সেই মোতাবেক উইকিমিডিয়া ফাউন্ডেশনের তহবিল বন্টনের জন্য একটি আলাদা কমিটি (Funds Dissemination Committee)[২] গঠন এবং এই কমিটির কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য পরামর্শকদের একটি দল (Funds Dissemination Committee Advisory Group)[৩] গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এই পরামর্শক দলের প্রস্তাবিত কাঠামো ছিল:[৪]
* ২/৩ জন উইকিমিডিয়ান/পিডিয়ান যারা বর্তমানে কোন চ্যাপ্টারের সাথে যুক্ত নয়, * এটা বড় চ্যাপ্টারের বোর্ড সদস্য (২.৫ লাখ বা এর বেশি ডলার বাজেট), * একটা ছোট চ্যাপ্টারের বোর্ড সদস্য, * বড় একটা চ্যাপ্টারের সিনিয়ির নির্বাহী , * উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্যাস্টি বোর্ড এর ২ জন সদস্য, * ফাউন্ডেশনের ২ জন স্টাফ এবং * বাইরের ২ জন বিশেষজ্ঞ যাদের উইকিমিডিয়া মুভমেন্ট এর সাথে কোন সম্পৃক্ততা নেই কিন্ত ফান্ড বন্টনের ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা রয়েছে ।
এই পরামর্শক দলের মনোনীত হয়েছেন আমাদের উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের কোষাধ্যক্ষ আলী হায়দার খান[৫] (যিনি তন্ময় খান নামেও পরিচিত)। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রসাশন (অর্থায়ন)-এ স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি প্রখ্যাত আর্থিক প্রতিষ্ঠানে Credit analyst & Loan appraiser হিসেবে কর্মরত রয়েছেন।[৬]
এই পরামর্শক দলে মনোনীত হওয়ায় তন্ময় ভাইকে আন্তরিক অভিনন্দন। কেন্দ্রীয় কমিটির সাথে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশ চ্যাপ্টারের সামনে এগিয়ে চলাকে আরো বেগবান করতে সেই প্রত্যাশা রইল।
সূত্র: [১] http://wikimediafoundation.org/wiki/Resolution:Funds_Dissemination_Committee [২] http://meta.wikimedia.org/wiki/Funds_Dissemination_Committee [৩] http://meta.wikimedia.org/wiki/Funds_Dissemination_Committee/FDC_Advisory_Gr... [৪] http://meta.wikimedia.org/wiki/Funds_Dissemination_Committee/FDC_Advisory_Gr... [৫] http://meta.wikimedia.org/wiki/Funds_Dissemination_Committee/FDC_Advisory_Gr... [৬] http://meta.wikimedia.org/wiki/Funds_Dissemination_Committee/FDC_Advisory_Gr... --- Shabab Mustafa