প্রিয় সবাই, আবারও একটি সুখবর। উইকি লাভস আর্থ যেতে না যেতেই আবারও আমাদের ছবি আন্তর্জাতিক পর্যায়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস’ (ডব্লিউএলএম)-এ ৫৬টি দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের ৪টি আলোকচিত্র সেরা ১৫তে স্থান করে নিয়েছে। আমাদের অবস্থান চতুর্থ, পঞ্চম, একাদশ ও পঞ্চদশ।
আমরা মোট ১০টি ছবি আন্তর্জাতিক অঙ্গনে পাঠিয়েছিলাম। ৪টি ছাড়াও আমাদের আরও ২টি ছবি অনারেবল মেনশনে ১৭ ও ২১তম স্থান লাভ করেছে। অথার্ৎ পাঠানো ১০টি ছবির মধ্যে ৬টিই সেরা ২৫-এ।
বিজয়ী সব ছবি এখানে: https://wikimediafoundation.org/2018/12/20/presenting-the-2018-winners-from-...
ধন্যবাদ নাহিদ সুলতান, সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ https://wikimedia.org.bd/