সহকর্মীবৃন্দ, সাম্প্রতি বাগেরহাটের জ্ঞান উৎসবে লেমন২৪.কম[০] নামের একটি অনলাইন রেডিও সংশ্লিষ্টদের সাথে আমার আলোচনা হয়। যেহেতু তাদের অনলাইন রেডিওটি নতুন, তারা আমাদের কমিউনিটিতে তাদের সাইট বা রেডিওটির প্রচারণা চায়। মৌখিকভাবে আমি তাদের প্রস্তাব করি যে, বাংলা উইকিপিডিয়া থেকে নিয়মিত তথ্য পড়ে শোনালে, আমরা এ ব্যাপারে প্রেস রিলিজ, ব্লগ মেইলিং লিস্ট প্রচারণা, গ্লোবাল কমিউনিটিতে এ খবরটির প্রচারের মাধ্যমে লেমন২৪.কমের প্রচারণা আমরা করতে পারি। এ প্রস্তাবের প্রেক্ষিতে তারা আমাকে অশ্বাস দেয় আমরা যদি তাদের লেখা পাঠাতে পারি তাহলে তারা প্রতিদিন ১ মিনিট এ লেখাটি পড়ে শোনাবে। এবং সহসাই তারা এটি শুরু করতে চান।
আমাদের পক্ষ থেকে এখন যা প্রয়োজন তা হল খুব তাড়াতাড়ি আমাদের ভাল নিবন্ধগুলো থেকে ১ মিনিট সময়ের কাছাকাছি সময়ে পড়া যায় এমন পরিমান লেখার একটি সংকলন তৈরি করা। লেখাগুলোর মোটামুটি একটি সম্পূর্ণ রকমের গোছানো কাঠামো থাকবে। এর মানে বড় নিবন্ধকে ছোট করে ১ মিনিটে পড়া যায় এমন আকারে আনা। তবে এর তথ্যগুলো গোছালো এবং পরিপূর্ণ হতে হবে। প্রয়োজনে রিরাইট প্রযোজ্য। আর খেয়াল রাখতে হবে তথ্যগুলোর পর্যাপ্ত তথ্যসূত্র আছে। লেখার পরিমাণ অন্তত ৩০টি হলে ভাল হয়, যেন অন্তত ৩০ দিন পড়া যায়। সংকলিত ফাইলটি .doc ফাইল হতে পারে। আর যদি সম্ভব হয় আমরা সম্ভ্যাব্য প্রচারণার তারিখও ঠিক করে দিতে পারি।
আমি এর মধ্যে তিনটি নিবন্ধের লেখা একটি .doc ফাইলে সংকলন করেছি। আপনাদের অনুরোধ করছি এই থ্রেডে এ বিষয়ে আলোচনা করুন এবং এ থ্রেডেই আপনার পছন্দনীয় নিবন্ধের মিনিট লেখাটি আমাদের প্রেরণ করুন, যাতে সংকলন তৈরি করতে আমাদের সুবিধা হয়। লেখার সংকলন তৈরির আরও ভাল পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা থাকলে আমাদের জানান।
আপনাদের সাড়ার অপেক্ষায়।
[০] www.lemon24.com
ধন্যবাদান্তে, বেলায়েত উইকিমিডিয়া বাংলাদেশ টিম