সুধী, উইকিমিডিয়া মেটা-তে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি আয়োজনের জন্য একটি গ্র্যান্ট প্রপোজাল[1] তৈরি করা হয়েছে। এটি এখনো খসড়া হিসেবে আছে। কনট্যাক্ট পার্সন হিসেবে তাতে আমার আর নাহিদ সুলতান ভাইয়ের নাম দেয়া আছে। তাই অন্যান্যদেরকে অনুরোধ করছি প্রপোজালটিতে এনডোর্সমেন্ট করে দেবার জন্য। ধন্যবাদ।
[1] https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/WM_BD/Bangla_Wikipedia_10th_anniv...
Regards - Tanweer Morshed