সদস্যবৃন্দ,
উইকিকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত অনলাইন সভার তৃতীয় সভাটি আগামী ১৭ সেপ্টেম্বর, ২০০৯-এ বাংলাদেশ সময় (ডিএসটি) রাত ১১:০০টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সভায় যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিলো তা নিয়ে, এবং দ্বিতীয় সভার আলোচনার বিষয়বস্তুগুলো নিয়ে এই সপ্তাহে মেইলিং লিস্টে আলোচনা হবে, যেনো আগামী সভায় সে সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়। এটি দ্বিতীয় সভার একটি গৃহীত সিদ্ধান্ত। সদস্যদেরকে তাই [১] নং লিঙ্কে গিয়ে ২য় সভার আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ এজেন্ডা; সিদ্ধান্তসমূহ; ও যাঁরা আলোচনায় অংশ নিতে পারেন নি তাঁদেরকে বাড়তি হিসেবে আলোচনার সারাংশ ও মিটিং লগ দেখে নেবার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।
[১] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-09-1...
সময় খুব বেশি নেই। ৩-৪ দিনের মধ্যে আলোচনা সেরে কিছু প্রাথমিক সিদ্ধান্ত ও তৃতীয় সভার এজেন্ডা প্রস্তুত করতে হবে, এবং মেটা-উইকির পাতায় তা আপডেট করতে হবে। সদস্যদেরকে তাই অনতিবিলম্বে তাঁদের মতামত জানানোর অনুরোধ করা হচ্ছে।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
_________________________________________________________________ More than messages–check out the rest of the Windows Live™. http://www.microsoft.com/windows/windowslive/