বেশিই কথা দরকার নেই। সব সময় যাতে ব্যব হার ক্ রা যায় ।
লেমিনেটেড আইডি কার্ডের মত ক্লিপ/গলায় ফিতাসহ লেমিনেটেড কার্ড এ রাখা যায়
লোগো নামঃ উইকিপিডিয়ান
2010/12/14 Shabab Mustafa shabab.mustafa@gmail.com
রণদাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ উত্থাপনের জন্য।
অবশ্যই সুয়োগ রয়েছে। আমি A4 সাইজের বাবল জেট / ইন্কজেট প্রিন্টারে মূদ্রণযোগ্য স্টিকার পেপার জোগাড় করতে পারব। তাতে সাধারণ প্রিন্টারে প্রিন্ট করে বুকে পিঠে স্টিকার লাগাবার ব্যবস্থা করা সম্ভব খুব স্বল্প খরচেই (যদিও হয়ত প্রথম শ্রেণীর মান সম্পন্ন হবে না)। আমি ইতিমধ্যেই বাংলা উইকিপিডিয়ার ভেক্টর লোগোটি সংগ্রহ করেছি। উইকিকমনস এর চাইতে উইকিপিডিয়ার লোগোটি বেশি পরিচিত বলেই এটির কথা প্রথমে মাথায় এসেছে। এ ব্যাপারে অন্যদের মতামত প্রার্থনা করছি।
স্টিকারের পাশাপাশি বিকল্প আরেকটি আইডিয়া মাথায় এসেছে। যেহেতু স্টিকার একবারের বেশি ব্যবহারযোগ্য নয়, সেহেতু আমরা একটু বেশি খরচ করে আরেকটু পোক্ত জিনিসের কথা বিবেচনা করতে পারি। ভবিষ্যতে আরো এরকম ফটোওয়াকের কথা মাথায় রেখে লেমিনেটেড আইডি কার্ডের মত ক্লিপসহ লেমিনেটেড কার্ড বানিয়ে নিলে সেটা অনেক বেশি টেকসই হবে। এক্ষেত্রে হয়ত খরচ পড়বে সর্বোচ্চ ৪০-৪৫ টাকা, যা স্বেচ্ছাসেবকগণ নিজেরাই বহন করতে পারবেন।
এখন কথা হচ্ছে লোগোর সাথে আর কি কি কথা থাকতে পারে?
Shabab Mustafa
https://wiki.ubuntu.com/Shabab
2010/12/14 Ranadipam Basu ranadipam@yahoo.com
ধন্যবাদ শাবাব ভাই,
এই মোতাবেক আমাদের প্রস্তুতি চলুক। তবে আমাদের এই ফটোওয়াক যে উইকির জন্য তা গণপ্রচারেরও তো একটা উদ্যোগ নেয়া যেতে পারে। যদি বাংলা ও ইংরেজিতে উইকি ফটোওয়াক জাতীয় কোন স্টিকার অংশগ্রহণকারীদের বুকে পিঠে লাগানোর মতো করে ব্যবস্থা করা যায়, তাহলে বিষয়টা আরো আকর্ষণীয় ও পরিচয়বহ হয়ে উঠতে পারে বলে মনে হয়। এ ব্যাপারে প্রস্তাবনাটা কি বিবেচনা করার সুযোগ আছে ? এ ব্যাপারে কীভাবে কী করা যায়, তা অভিজ্ঞ শাবাব ভাই সহ অন্যরাও ভেবে দেখতে পারেন।
শুভেচ্ছাসহ রণদীপম বসু
--- On *Tue, 14/12/10, Shabab Mustafa shabab.mustafa@gmail.com* wrote:
From: Shabab Mustafa shabab.mustafa@gmail.com Subject: [Wikimedia-BD] উইকিমিডিয়ার জন্য ফটো ওয়াক To: "Discussion list for Bangladeshi Wikimedians" < wikimedia-bd@lists.wikimedia.org> Date: Tuesday, 14 December, 2010, 6:24 PM
প্রিয় সুহৃদগণ,
গত ঢাকা উইকি মিটআপ ৮ এর প্রস্তাব এবং সিদ্ধান্ত মোতাবেক আমি এবং বন্ধুপ্রতিম অগ্রজ লেখক, গবেষক, সৌখিন আলোকচিত্রী রণদীপম বসু উইকিকমনসের জন্য মিরপুর এবং তৎসংলগ্ন এলাকার ছবি তোলার নিমিত্তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম Photo Walk -এর জন্য আগামী ১৮ই ডিসেম্বর, ২০১০, শনিবারকে বেছে নেয়া হয়েছে। ওইদিন আমরা আগারগাঁও, শ্যামলী শিশুমেলা, মানিকমিয়া এভিনিউ, খামার বাড়ী, বিজয় স্মরণী, নির্বাচন কমিশন সচিবালয় হয়ে পুনরায় আগারগাঁও, এইভাবে বৃত্তাকারে হাঁটা এবং ছবি তোলার পরিকল্পনা করেছি। ছবি তোলার প্রাথমিক বিষয় বস্তু হচ্ছে বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, জাদুঘর, পার্ক এবং হাসপাতাল। এছাড়া উপরি হিসেবে থাকবে বিভিন্ন পেশাজীবি মানুষ এবং অন্যান্য তাৎক্ষণিকভাবে প্রাপ্ত গুরুত্বপুর্ণ এবং আর্ষনীয় ছবি।
ইতিমধ্যেই স্মৃতির ভিত্তিতে শুধুমাত্র স্থাপনাগুলোর যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে তাতে সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। আশা করা যাচ্ছে ভ্রমণের সময় আমরা আরো কিছু স্থাপনা খুঁজে পাবো যা এই মুহুর্তে মনে পড়ছে না।
এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী যে কেউই (ক্যামেরা থাকুক আর নাই থাকুক) আমাদের সাথে যোগ দেবার জন্য সাদরে আমন্ত্রিত। তাছাড়া আপনাদের আপনাদের সবার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং শুভকামনা উৎসাহ আকাঙ্ক্ষী।
যারা মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক তাদের সাথে দেখা হবে শনিবার সকাল ১০টায়, মিরপুর ১০ নম্বর গোল চত্বর (মুসলিম সুইটস এর সামনে) এবং যারা মিরপুরের বাইরে থেকে যোগ দিতে চান তাদের সাথে দেখা হতে পারে আগারগাঁও আবহাওয়া ভবনের সামনে সকাল সাড়ে ১০টায়। যেহেতু এটি সারাদিনের পরিকল্পনা, অতএব চার-পাঁচ ঘন্টা পায়ে হাঁটার মত মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকলে ভাল হবে। আরো তথ্য এবং যোগাযোগের নিমিত্তে ফোন নম্বর সংগ্রহের জন্য shabab.mustafa@gmail.comhttp://mc/compose?to=shabab.mustafa@gmail.comঠিকানায় মেইল করতে পারেন।
সকলকে ধন্যবাদ।
Shabab Mustafa
-----Inline Attachment Follows-----
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.orghttp://mc/compose?to=Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd