মডারেটরবৃন্দ,
বাংলা উইকিপিডিয়ার প্রশাসক [নুরুন্নবী চৌধুরী হাছিব](https://bn.wikipedia.org/wiki/User:Hasive) তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচার চালান, তিনি ভালো লাগা থেকে ভলান্টিয়ারে উইকিপিডিয়াতে কাজ করেন। যা সম্পূর্ণ ধোকাবাজি। ২০১৫-১৬ অর্থ বছরে তিনি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ থেকে উদ্ভাবনী প্রকল্পের নাম করে বাংলা উইকিপিডিয়াতে পুরস্কারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রোফাইল তৈরি করে দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছেন। ২০১৬-১৭ অর্থ বছরে একইভাবে এমপিদের প্রোফাইল বাংলা উইকিপিডিয়াতে যুক্ত করার জন্য নিয়েছেন ১০ লক্ষ টাকা। অর্থাৎ তিনি মোট ১৫ লক্ষ টাকা সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়ে নিয়েছেন উইকিপিডিয়ায় প্রোফাইল এড করার জন্য। অথচ, উইকিপিডিয়াতে সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করে এবং প্রোফাইলগুলো এড করতেও কোন টাকা লাগে না। ফেবুতে হাছিব সাহেবকে ফলো করার কল্যানে জানতে পারি, তিনি বিভিন্ন স্থানে প্রচার করেন তার ভালো লাগা থেকে তিনি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে বীর মুক্তিযোদ্ধাদের প্রোফাইল এড করেন। এই বিষয়টি উইকিপিডিয়া কম্যুনিটির সাথে সম্পূর্ণভাবে প্রতারণা, একই সাথে ভুল বুঝিয়ে সরকারি টাকা আত্মসাৎ-এর শামিল।
উইকিপিডিয়ায় এই প্রোফাইলগুলো এড করতে ১৫ লক্ষ টাকা কিভাবে খরচ হয়েছে এবং কেন প্রয়োজন এই বিষয় নিয়ে এই মেলিং লিস্টে মেল দেয়ার পূর্বে আমি হাছিব সাহেবের সাথে যোগাযোগ করি। তিনি তার উত্তরে কোন সদোত্তর দিতে পারেন নাই। বাস্তবে, হাছিব সাহেবের মেলের উত্তর দেখে মনে হয়েছে তিনি প্রতারণা করেও নিজেকে জাহির করতে পছন্দ করেন। এরপর আমি আইসিটি বিভাগের সাথে যোগাযোগ করি তারাও কনফার্ম করেছে,তিনি বাংলা উইকিপিডিয়ায় প্রোফাইল লেখার জন্যই টাকা নিয়েছেন।
হাছিব সাহেব তার পাঁচ লক্ষ টাকার প্রস্তাবে সরকারকে বুঝিয়েছেন, জাতীয় পদক পাওয়া সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব প্রোফাইল ইন্টারনেটে উইকিপিডিয়ায় যুক্ত করাসহ সকল জেলার তথ্যও যুক্ত করা হবে। এরমধ্যে অধিকাংশ প্রোফাইল তিনি টাকা নেওয়ার আগে থেকেই উইকিপিডিয়াতে আছে, যেগুলো তিনি এড করেছেন সেগুলো বিভিন্ন লিংক থেকে ইনফো নিয়ে লিখেছেন, অন্য উইকিপিডিয়া লেখকরা যেমন সাধারণভাবে লেখে থাকেন স্বেচ্ছাশ্রমে। তিনি যে কয়টি এড করেছেন সেগুলোতে অনেক ইনফো নাই, অধিকাংশ মুক্তিযোদ্ধার প্রোফাইল তিনি প্রায় হুবহু প্রথম আলোর “তোমাদের এই ঋণ শোধ হবে না” ধারাবাহিক খবরের প্রতিবেদন থেকে কপি করেছেন। আর জেলার প্রোফাইলতো আগে থেকেই আছে। একইভাবে সংসদ সদস্যদের প্রোফাইল লেখার জন্য যে, ১০ লক্ষ টাকা নিয়েছেন সেটা আরও বেশি অবাক হওয়ার মত। বাংলা উইকিপিডিয়ায় অনেক ভলান্টিয়াররা সংসদ সদস্যের প্রোফাইল লেখেন এবং অগে থেকে অনেক লেখা ছিলো। তিনি সরকারকে বুঝিয়েছেন তিনি তার প্রকল্পের মাধ্যমে উপরের সবগুলো এড করে দিচ্ছেন।
উইকিপিডিয়াতে না জানিয়ে পেইড এডিটিং নিষিদ্ধ। আমি ইংরেজি উইকিপিডিয়ার কয়েকজন মডারেটরের সাথে কথা বলেছি, তারা বলেছেন কেউ যদি উইকিপিডিয়াতে প্রোফাইল লেখার জন্য টাকা নেয় কিন্তু সেটি গোপন রাখে তাহলে তা সিরিয়াস ভায়োলেশন। উইকিপিডিয়া থেকে তাকে ব্লক করা হয়। এক সাথে তিনি উইকিপিডিয়াতে স্বেচ্ছাশ্রমে লেখেন- বিশেস করে মুক্তিযোদ্ধাদের প্রোফাইল, পুরস্কার পাওয়া ব্যক্তিদের প্রোফাইল ও এমপিদের প্রোফাইল এই কথাগুলো যে হাছিব সাহেব গর্ব করে প্রচার করেন তার সম্পূর্ণ মিথ্যা, টাকা নিয়ে সেটা উইকিপিডিয়ার মডারেটরদের না জানিয়ে তিনি উইকিপিডিয়ার পলিসি ভেঙ্গেছেন। বড় কথা, জনগণের ট্যাক্সের টাকা তিনি সচেতনভাবে সরকারের বিভাগকে ভুল বুঝিয়ে নিয়ে সেগুলো আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে উইকিপিডিয়ার মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
সোর্স:
১) https://goo.gl/YHJWLq (২২ নাম্বার পৃষ্ঠা; ৯ নাম্বার ঘর)
২) https://goo.gl/kxgWbS (৩নাম্বারপৃষ্ঠা; ১৪নাম্বারঘর)