বাঙালি হিসেবে ফেব্রুয়ারি মাসটি আমাদের কাছে একটি বিশেষ মাস। এই ফেব্রুয়ারি মাসে ঢাকায় দুটো মেলা অনুষ্ঠিত হবে, যেখানে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। এর একটি হল ৫ দিন ব্যাপী বেসিস সফট এক্সপো এবং অন্যটি হচ্ছে মাস ব্যাপী একুশে বই মেলা। মেলা দুটোয় আগত দর্শনার্থীদের মধ্যে আমরা উইকিপিডিয়ার প্রচারণা চালানোর সুযোগ নিতে পারি। এই মেলা দুটোতে আমি ঢাকায় দুটো উইকিমিটআপের প্রস্তাব রাখছি। এছাড়া ঢাকার বাইরের উইকিপিডিয়া কমিউনিটিদেরও ফেব্রুয়ারি মাসে উইকিমিটআপ আয়োজনের অনুরোধ করছি।।
উইকিমিটআপে জড়ো হয়ে আমরা, উইকিপিডিয়ার ব্যানার নিয়ে দাড়াতে পারি। উইকিপিডিয়ার লিফলেট বিলি করতে পারি। উইকিপিডিয়ার জন্য সাদা ব্যানারে স্বাক্ষর গ্রহণ ক্যাম্পেইন করতে পারি। ...
এ ধরনের আর কি কি করতে পারি, আইডিয়া দিতে পারেন।
একুশে বই মেলা পুরো ফেব্রুয়ারি জুড়ে হলেও বেসিস সফট এক্সপো হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উইকিমিটআপের জন্য কোন কোন তারিখ নির্ধারণ করা যায়, সে ব্যাপারেও মতামত জানাতে পারেন।
ধন্যবাদান্তে, বেলায়েত