রেজিঃ কর্তারা এই নামের সরাসরি ছাড়পত্র না ও দিতে পারেন (যদি ও হাস্যকর, সংস্থা, সঙ্গঠন, অর্গানাইজেশন, সমিতি, ট্রাস্ট ইত্যাদি) এর কোন ও একটি থাকতে হবে। আমি এমন এই জানি কারন আমার যে প্রতিষ্টানের ছারপত্র নিতে হয়েছিলো এবং এই হয়রানির শিকার হতে হয়েছিলো সে প্রতিষ্টানের ছারপত্র ছারা বহাল তবিয়তেই এখন আছে। এমন কি কেও ভাবতেও পারবে না যে এই প্রতিষ্টানের এসব কিছু নেই। যাক আমি নাম বললাম না।
2009/11/17 Tanvir Rahman wikitanvir@hotmail.com
রাসেল ভাইকে তাঁর পরামর্শের জন্য ধন্যবাদ। roc.gov.bd-এর সাইটটায় ঢুকতে পারলাম না, জানি না সমস্যাটা আমার একারই কী না। আর নামে সম্ভবত ফাউন্ডেশন থাকবে না, কারণ আমাদের সংস্থার নাম হবে যতোদূর জানি, "উইকিমিডিয়া বাংলাদেশ", কোনো ফাউন্ডেশন তাতে নাই, আর সে সাথে এটি একটি অলাভজনক সংস্থা। তবে এ বিষয়ে আমার অভিজ্ঞতা শূন্য, আমার মনে হয় অভিজ্ঞ কেউ আপনার মতামতের গুরুত্বটা ধরতে পারবেন। যাঁরা জানেন তাঁদেরকে অনুরোধ করছি, রাসেল ভাইয়ের কথার বিপরীতে মতামত দিন, ও কোনো প্রশ্ন থাকলে তাঁকে তা জিজ্ঞাসা করুন। আর আশা করছি রাসেল ভাই আগামী ১৯ নভেম্বর; রাত এগারোটায় আইআরসি চ্যানেলের সভায় উপস্থিত থেকে আমাদের ব্যাপারটা সম্মন্ধে আরো ব্রিফ করে কৃতার্থ করবেন। সবাইকে ধন্যবাদ।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ
Date: Tue, 17 Nov 2009 23:37:29 +0700 From: joy.dtech@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: Re: [Wikimedia-BD] Wikimedia Bangladesh domain registration
তানভির ভাই,
ব্যাপারটা হল তাদের নুতন নিয়মে গেলে আমাদের উদ্যেশ্য সফলতার মুখ দেখতে নুন্যতম আর ৬ মাস সময় লাগবে। কারন .org বলতে উনারা যা বোঝেন তা হল কিছু টাকা খরছ অযথা সময় নষ্ট আর তথা কথিত কিছু নথি পত্র। যেহেতু আমাদের এ দেশে বসবাস করতে হয় এবং এই প্রতিকুলতার মধ্যেই আমাদের ভালোটাকে নিংড়ে বের করতে হবে তাই এসব তথাকথিত নিয়ম আমাদের মেনে নিতেই হবে।
আমি আপনার জন্য কিছু সাজেশান (ভুল বোঝবেন না প্লিজ) দিলাম।
- http://www.roc.gov.bd/ এখানে গিয়ে নাম রেজিঃ করতে হবে। এথেকে দুটো পাতা
প্রিন্ট হবে। ২. প্রিন্ট আউট কপি সহকারে মতিঝিলে সোনালি ব্যাঙ্ক এর কর্পরেট শাখায় জমা দিতে হবে ১০০ টাকা। সেটা বের করতে হয়তো লাগবে ২০ টাকা ঘুষ। হা হা হা ৩. সেই নাম রেজিঃ ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে আসতে হবে মগবাজার সমাজসেবা অধিঃ অফিসে। এসে এটা জমাদিতে হবে সাথে আপনার কাছে তারা মেমোরেন্ডাম এর কপি চাইবে কিংবা তাদের কাছে রেডি করা থাকেও যা আপনি চাইলে দিবে কিন্ত (বোঝেন ই তো) এভাবে রেজিঃ করতে হবে মানে জমা দিয়ে যাবেন এবইং কদিন পরে তারা তারিখ দিবে। সে তারিখ মোতাবেক উঠাতে হবে। এবং এই মেমোরেন্ডাম পাশ করে দিলেই তখন এই টাকে তারা org বলবেন। অন্যথায় নয়।
আর এখানে আর একটা কথা আছে সবচেয়ে ভালো কথা হল নাম এর মধ্যে ফাউন্ডেশন তারা ব্যাবহার করতে দিবেনা। তাহলে তারা বলবে আপনাদেরকে ফাউন্ডেশন act এর রেজিঃ লাগবে। এটা আর ও মহা ঝামেলা। ১০০০ ডলারের ডোনেশন এর প্রমান জমা দেয়া লাগবে। আপনি দেখেন প্রাইভেট কোন প্রতিষ্টান থেকে (wikimedia.org ) এর (ডোমেইন হোস্টিং )রেজিঃ করাতে পারেন কিনা। ওরা এসবের খুব ভালো সিস্টেম জানে। এবং সেটাই ভালো হবে।
ধন্যবাদ
আব্দুল্লাহ আল মামুন রাসেল ০১৭২৯৪৯৫৩৯৬
2009/11/17 Tanvir Rahman wikitanvir@hotmail.com
সহকর্মীবৃন্দ, আজ আমি উইকিমিডিয়া বাংলাদেশের নিজস্ব ডোমেইন নেম রেজিস্ট্রেশনের জন্য ঢাকার মগবাজারস্থ বিটিসিএল-এর টেলিফোন ভবন-এ গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত উদ্দেশ্য সফল হয় নি।
গতকাল মাহে আলম খান ও বেলায়েত ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় পূরণকৃত ফরম ও টাকা নিয়েও আজ বিটিসিএল-এর .org রেজিস্ট্রেশনের নতুন জানা নিয়মের কারণে কাজটি ব্যহত হয়েছে। সেখান থেকে আমাকে যেসকল লিখিত তথ্যাদি লাগবে বলে বলা হয়েছে, তা হচ্ছে—
- .org রেজিস্ট্রেশন শুধুমাত্র সংস্থার জন্য নির্দিষ্ট এবং উইকিমিডিয়া
বাংলাদেশ একটি সংস্থা হওয়ায় সংস্থার প্রমাণ স্বরূপ এর অনুমোদন সংক্রান্ত কাগজপত্র লাগবে, যা সমাজকল্যাণ অধিদপ্তর বা অন্য কোনো প্রযোজ্য সরকারি সংস্থা হতে আনতে হবে। তাঁরা বিস্তারিত না বললেও আমার জানামতে তাঁরা সম্ভবত রেজিস্ট্রেশন নম্বর সহকারে ছাড়পত্র বা অনুমতিপত্রের কথা বলেছেন।
- ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে দরখাস্ত করতে
হবে।
- ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএল কর্তৃক সরবরাহকৃত ফরমের *REGISTRANT
INFORMATION* অংশে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকতে হবে, এবং তার ঠিক নিচে *CONTACT INFORMATION* অংশে প্রতিষ্ঠানের পক্ষে যোগাযোগ রক্ষাকারীর নাম বা প্রতিষ্ঠানের মালিকের নাম দিতে হবে।
আপাতত এই তথ্যাদি সহ পুনরায় আমাদের আবেদন করতে হবে বলে মনে হচ্ছে। আপনারা এখানে আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানাতে পারেন, এবং আশা করছি এজেন্ডা হিসেবে এই ব্যাপারটা সামনের মিটিং-এ অন্তর্ভুক্ত হবে; গুরুত্বপূর্ণ সদস্যগণ উপস্থিত থাকবেন, এবং বিশদ আলোচনা ও সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশে http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
Windows Live: Friends get your Flickr, Yelp, and Digg updates when they e-mail you.http://www.microsoft.com/middleeast/windows/windowslive/see-it-in-action/social-network-basics.aspx?ocid=PID23461::T:WLMTAGL:ON:WL:en-xm:SI_SB_3:092010
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Windows Live: Keep your friends up to date with what you do online.http://www.microsoft.com/middleeast/windows/windowslive/see-it-in-action/social-network-basics.aspx?ocid=PID23461::T:WLMTAGL:ON:WL:en-xm:SI_SB_1:092010
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd