প্রিয় সবাই,
বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে চলছে নানা আয়োজন। এর অংশ হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে চলছে ‘বাংলা উইকিপিডিয়া ছবি প্রতিযোগিতা ২০১৪’। সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে এবং উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার নিবন্ধসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে ছবি যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন এবং যত ইচ্ছে ছবি প্রতিযোগিতায় দিতে পারবেন। ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে এবং নিজে আপলোড করতে হবে। যেকোনো সময়ে ধারণ করা হোক, ছবিগুলো আপলোড করতে পারবেন। ছবি আপলোডের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০১৪। শীর্ষ বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার। ছবি আপলোডের ঠিকানা: https://commons.wikimedia.org/wiki/COM:BNWPC14
এ নিয়ে প্রকাশিত কিছু নিউজ লিংক: * http://www.prothom-alo.com/technology/article/317626 * http://www.natunbarta.com/si-tech/2014/09/12/97980/ * http://goo.gl/z1GwjS * http://www.current-world.com/?v=details&id=3748