সকলকে আশেষ শুভকামনা জানাই।
Sent from Yahoo Mail on Android
On Wed, 22 Feb 2017 at 9:54 pm, NC Hasivench@nhasive.com wrote: প্রিয় সবাই,শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন, চলতি বছর উইকিমিডিয়া সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আমাদের সক্রিয় উইকিপিডিয়ান মাসুম আল হাসান (রকি)। আজ সে ভিসা পেয়েছে। তার জন্য শুভকামনা। এবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত উইকিমিডিয়া সম্মেলনে আরো যোগ দিচ্ছে সক্রিয় উইকিপিডিয়ান ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান এবং অ্যাফকমের সদস্য হিসেবে আরেক সক্রিয় উইকিপিডিয়ান ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক তানভির মোর্শেদ। তাদেরও জন্যও শুভকামনা। এছাড়া ভারতের বেঙ্গালুরুতে চলছে একাধিক কারিগরি ও উইকির বেশ কিছু বিষয় নিয়ে কর্মশালা। এতে বাংলাদেশ থেকে পূর্ণ বৃত্তি নিয়ে যোগ দিয়েছে আমাদের সক্রিয় উইকিপিডিয়ান ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ইব্রাহিম হোসেন মেরাজ। মেরাজের জন্যও শুভকামনা। হাছিব