এবারের ছবি বেশ ভাল হয়েছে। তবে বেশির ভাগই শুধু "পাখি" :D
2018-08-05 11:19 GMT+06:00 Md. Ibrahim Husain meraj73@gmail.com:
নাহিদসহ আয়োজক সবাইকে অনেক ধন্যবাদ । আশা করি এবার প্রথম দশে বাংলাদেশের এক বা একাধিক ছবি থাকবে।
On Sunday, August 5, 2018, Tanweer Morshed wiki.tanweer@gmail.com wrote:
এবারের জমা পড়া আলোকচিত্রগুলোর মান ও বৈচিত্র্য আগেরবারের তুলনায় বেশ ভাল মনে হচ্ছে। প্রতিযোগিতা আয়োজনের সাথে জড়িতদের ধন্যবাদ।
On Sunday, August 5, 2018, Nahid Sultan nahid@wikimedia.org.bd wrote:
প্রিয় সবাই, বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলসমূহ ও এর জীববৈচিত্র নিয়ে আয়োজিত উইকি লাভস আর্থ ছবি প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিকভাবে আয়োজিত এ প্রতিযোগিতাটিতে বাংলাদেশ দ্বিতীয়বারের মত অংশ নিয়েছিল। বিজয়ী ১০টি ছবিকে এখন আন্তর্জাতিক স্টেজে পাঠানো হবে। উল্লেখ্য গত বছর বাংলাদেশের পল্লব কবিরের তোলা লাউয়াছড়ার একটি ছবি বিভিন্ন দেশের ছবির মধ্যে ১১তম স্থান লাভ করেছিল।
এবারে আমাদের বিজয়ী নির্ধারণী জুরি বোর্ডে জুরি হিসেবে ছিলেন সুইডেনের ডব্লিউ কার্টার, যুক্তরাজ্যের কলিন হার্কনেস, ফ্রান্সের ক্রিশ্চিয়ান ফ্যারের এবং কানাডার মাইকেল ক্লাজবান। বিজয়ীদের অভিনন্দন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও এর সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ।
ছবিগুলো দেখা যাবে এখানে: https://wikimedia.org.b d/blog/59-winners-wlebd2018
নাহিদ সুলতান
-- Regards, Tanweer
-- Md. Ibrahim Husain Mobile: 01921 584733
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd