এখানে একটু একটা ব্যাপারে মন্তব্য করছি, তা এই বাক্যটি নিয়ে
"বাংলা উইকিপিডিয়ার আগামী ছয় মাস/এক বছরের জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করা"
এখানে বিভ্রান্তির অবকাশ রয়েছে কিছুটা। বাংলা উইকিপিডিয়া আর উইকিমিডিয়া বাংলাদেশ আলাদা দুইটি ব্যাপার। একথা সত্যি যে, বাংলা উইকির অনেক সম্পাদকই উইকিমিডিয়া বাংলাদেশের সাথে জড়িত আছেন ও থাকবেন। কিন্তু সবাই বাংলাদেশী নন। উইকিমিডিয়ার দেশ ভিত্তিক শাখাগুলো (যেমন উইকিমিডিয়া বাংলাদেশ) এর লক্ষ্য হলো সেই দেশে উইকিমিডিয়ার বিভিন্ন প্রজেক্টের প্রচারণা চালানো ও সাংগঠনিক কাজ করা। আর বাংলা উইকিপিডিয়ার নীতিনির্ধারণ হবে বাংলা উইকিপিডিয়ার ইউজারদের দ্বারা, আর সেটা বাংলা উইকির আলোচনা পাতায় আলোচনা সাপেক্ষেই। আমার মনে হয় উপরের বাক্যটিতে বেলায়েত বোঝাতে চাইছেন যেটা তা হলো,
"বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে উইকিমিডিয়া বাংলাদেশ আগামী ছয় মাস/এক বছরে কী করবে, তার নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করা।"
পার্থক্যটা সামান্য, কিন্তু গুরুত্বপূর্ণ। কাজেই একটু পরিস্কার করে নেয়াটা দরকার।
রাগিব
-- Ragib Hasan NSF/CRA Computing Innovation Fellow and Assistant Research Scientist
Dept of Computer Science Johns Hopkins University Baltimore, MD, USA
Website: http://www.ragibhasan.com http://www.cs.uiuc.edu/homes/rhasan
2009/10/9 Belayet Hossain bellayet@gmail.com:
প্রিয় সহকর্মীবৃন্দ, গত ৮ই অক্টোবর, ২০০৯ তারিখের মিটিং লগ [০] লিংকে প্রকাশ করা হয়েছে। আর সভার সিদ্ধান্তগুলো নিচে দেওয়া হল। সিদ্ধান্তগুলোর ব্যাপারে আপনাদের মতামত পরামর্শ কাম্য।
সভার সিদ্ধান্তসমূহ
উইকিপিডিয়ানগণ IRC চ্যানেলে আরও বেশী সময় দেওয়া এবং উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং বিভিন্ন মাধ্যমে IRC চ্যানেলের কথা প্রচার করার চেষ্টা করবেন এবং http://tinyurl.com/yah33dy পাতায় নিজের নাম নিবন্ধন করবেন। তাৎক্ষণিক ভাবে শাবাব (tarunno) তার ফোরামে IRC বিষয়ক একটি থ্রেড খুলেছেন, যার লিঙ্ক http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=54&t=4441&p=36540#p3...
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ২টো প্রমোশনাল ম্যাটেরিয়াল তৈরির সিদ্ধান্ত হয়েছে যা ইংরেজী, http://meta.wikimedia.org/wiki/File:Cheatsheet-en.png এবং http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e8/Wikipedia-leaflet-en.pdf এর আদলে এবং এর অনুবাদে করা হবে। অনুবাদ করার জন্য google translation kit ব্যবহার করার কথা বলা হয়েছে। যেখানে ইংরেজী লেখাগুলো দিয়ে সবাইকে সেয়ার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং আগামী ১ মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে।
উইকিমিডিয়া বাংলাদেশের meetup বা সরাসরি সাক্ষাতের ব্যাপারে এ সভায় বেশ কার্যকর সিদ্ধান্ত পাওয়া গেছে। সিদ্ধান্ত হয়েছে প্রতি ২ মাসে একবার এ meetup হবে। সভায় অংশগ্রহণকারীরা পরবর্তী সরাসরি সাক্ষাত বা meetup এর জন্য সম্ভাব্য তারিখ, সময়, স্থান চূড়ান্ত করেছেন। তবে এ ব্যাপারে মেইলিং লিস্টে পোস্ট দিলে তাতে মন্তব্য করা যাবে। এবং এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। meetup এর জন্য এজেন্ডা মেইলিং লিস্ট এবং পরবর্তী অনলাইন মিটিং থেকে সংগ্রহ করা হবে। meetup এর জন্য উইকিতে পাতা খোলার সিদ্ধান্ত হয়েছে এবং সে ক্ষেত্রে http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Bangalore/Bangalore6 এ পাতার ফরমেট ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী meetup এর সম্ভাব্য তারিখ, সময় এবং স্থানঃ
তারিখঃ ৩০শে অক্টোবর, ২০০৯ সময়ঃ বিকেল ৫.০০ টায় স্থানঃ ধানমন্ডি সুপার স্টার (সিটি কলেজের পাশে) আপ্যায়নঃ যার যার তার তার
সময় স্বল্পতার কারনে আলোচনায় উপস্থাপন করা সম্ভব হয়নি এমন এজেন্ডা পরবর্তী সভাতে উপস্থাপন করা হবে,
বাংলা উইকিপিডিয়ার আগামী ছয় মাস/এক বছরের জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করা। উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক রূপ প্রদান।
মিটিং লগ
[০] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-0...
ধন্যবাদান্তে, বেলায়েত উইকিমিডিয়া বাংলাদেশ
-- Belayet Hossain http://www.facebook.com/bellayet Knowledge is universal ...so share it.
Hillel____ If I am not for myself, who will be for me? If I am only for myself, what am I? If not now, when?
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd