উন্নয়নশীল দেশগুলো থেকে উইকিপিডিয়ার মুক্ত জ্ঞানের ভান্ডারে প্রবেশের প্রথম এবং প্রধান বাধা হচ্ছে ইন্টারনেট। এই বাধা দূর করার জন্য উইকিপিডিয়ার প্রকল্প 'উইকিপিডিয়া জিরো'। [1] এই প্রকল্লে মোবাইল ফোনগুলো থেকে নিখরচায় উইকিপিডিয়ার নিবন্ধগুলো পড়তে পারার সুবিধা যোগ করার জন্য বিশ্বের বড় বড় মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কাজ করছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। সম্প্রতি এই দলে যোগ দিয়েছে টেলিকম কোম্পানি Axiata. [2]
এশিয়া অঞ্চলে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়শিয়ার পাশাপাশি Axiata বাংলাদেশেও টেলিকম সেবা প্রদান করে। বাংলাদেশে এর ব্রান্ড নাম 'রবি'। [2]
উইকিপিডিয়া জিরো প্রকল্পের আওতায় শ্রীঘ্রই 'রবি' গ্রাহকগণ ইংরেজি এবং বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলো মোবাইল ফোন থেকে কোন ব্যান্ডউইথ খরচ ছাড়াই পড়তে পারবেন। যদিও কবে নাগাদ বাংলাদেশে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে সে ব্যাপারে নির্দিষ্ট তারিখ জানা না গেলেও ২০১৩ বর্ষেই তা শুরু হবার কথা রয়েছে। [1][3]
উইকিমিডিয়া বাংলাদেশ, সকল বাংলাদেশী উইকিপিডিয়ান এবং উইকিপিডিয়া ব্যবহারকারীদের পক্ষ থেকে Robi Axiata -কে অভিনন্দন।
এর পূর্বে টেলিনরের সাথে অংশীদারী সমঝোতা হওয়ায় বাংলাদেশে গ্রামীণ ফোন এই প্রকল্পের আওতায় এসেছে। তবে শেষ খবর পর্যন্ত গ্রামীণ ফোন এখনও এই সুবিধা বাংলাদেশের জন্য চালু করতে পারে নি।
সূত্র: ------ [1] http://wikimediafoundation.org/wiki/Wikipedia_Zero
[2] https://wikimediafoundation.org/wiki/Press_releases/Axiata_partners_with_the...
[3] http://wikimediafoundation.org/wiki/Mobile_partnerships#Axiata
--- Shabab Mustafa