এখানে একটা ব্যাপার লক্ষ্যনীয় যে, বুকলেটটা কিন্তু পুরোপুরি ফ্রি দেওয়ার কথার চেয়ে সেটা একটা টোকেন মূল্য ৫/১০ টাকার বিনিময়ে দেবার ব্যাপারে আলোচনা হয়েছে। তাই আশা করা যায়, যাঁরা কিনবেন তাঁরা আগ্রহ নিয়েই কিনবেন। আর বুকলেট উইকিমিডিয়া চ্যাপ্টার নিয়ে নয়, বরং উইকিপিডিয়ায় অবদানের কলা-কৌশল নিয়ে, ফরম্যাটিং নিয়ে, উইকিপিডিয়াকে পরিচয় করা নিয়ে।
আর গণিত, বিজ্ঞান প্রভৃতি প্রকল্পগুলো সমৃদ্ধ করে বা এজন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে এগুলোর উন্নতিতে অবদান রাখতে পারেন এমন মানুষ জোগাড়ে, সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে প্রচারণা করা যায়। এটা অনেক ভালো একটা পদক্ষেপ, তবে এটা সরাসরি প্রচারণার মধ্যে পড়ে বলে আমার ব্যক্তিগত মত। আর এজন্য বড় বাধা হচ্ছে সময় দেওয়ার মতো অপ্রতুল নিয়মিত উইকিমিডিয়ান। ব্যাপারটা আবার চক্রের শুরুতে চলে গেলো বলে মনে হচ্ছে। দুঃখিত।
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
Date: Sun, 13 Sep 2009 12:06:56 +0600 From: rushafi@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া বাংলাদেশ নিয়মিত অনলাইন সভা ২
গত সভার মিটিংয়ের আলোচ্য বিষয়সমূহ নিয়ে এই থ্রেডে আলোচনা হবার কথা ছিল। কিন্তু তেমন কোন মেইল এখনো দেখা যাচ্ছে না। মিটিংয়ের সময় উপস্থিতি ভালো থাকলেও আমার মনে হয় মিটিং পরবর্তী অফলাইন (পরিভাষার প্রয়োজন আছে?) আলোচনা গুলোর গুরুত্ব সরাসরি মিটিংয়ের চাইতে বেশি।
যাই হোক আমি একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করি। গত সভার শেষ দিকে মূলতঃ যে বিষয়টি নিয়ে কথা হয়েছে তা হল একটি বুকলেট। আমার যতদূর মনে পরে উইকির বিভিন্ন কর্মসূচিতে কিছু বুকলেট আমি আগেও দেখেছি। উইকির এসব বুকলেটে মূলতঃ উইকি কি সেটা সম্পর্কে একটা সাধারন ধারনা দেবার চেষ্টা করা হয়েছে। আমার যা মনে হয় কেবলমাত্র ধারনা দেবার চেষ্টা করে খুব একটা আগানো যাবেনা। কারন একজন পাঠক বড়জোড় বুকলেটটা পড়বেন এরপর কি করা যায় সে সম্পর্কে তিনি তেমন কিছু বুঝতে পারবেন না। একই ভাবে বুকলেটটির বিষয়বস্তু যদি উইকিমিডিয়া চ্যাপ্টারস হয় সেক্ষেত্রেও একজন নতুন পাঠক কেন উইকিমিডিয়া চ্যাপ্টারসে যোগদান করবেন সেটার ব্যাপারে একটা তাত্ত্বিক ব্যাখা ছাড়া খুব বেশি নির্দেশনা পাবেন না।
সুতরাং এই দিক নির্দেশনাগুলোর সাথে সাথে আমরা পাঠকদের যেনো একটা অনুপ্রেরণা দিতে পারি সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি বলতে চাচ্ছি আমরা প্রথমে একটা ছোট লক্ষ্য ঠিক করে সেটা অর্জন করার চেষ্টা করি। তারপর প্রচারনার সময় সেই অর্জিত লক্ষ্য আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। যেমন আমরা বিজ্ঞান, গণিত, বাংলাদেশের ইতিহাস এবং এরকম কিছু বিষয়ের নিবন্ধগুলোকে একটা চলনসই পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করি। যেহেতু উইকিমিডিয়া চ্যাপ্টারস এর কাজ নিবন্ধ তৈরি করা না, বরং একটা কমিউনিটি তৈরি করা বা কমিউনিটিকে কাজ করবার যথাযথ ভিত্তি প্রদান করা সেজন্য আমাদের প্রথম বিবেচ্য বিষয় হওয়া উচিত এরকম কিছু মানুষ খুঁজে বের করা যাদেরকে কোন রকম লাভের আশা ছাড়াই এই বিষয়গুলি নিয়ে নিবন্ধ লেখার জন্য অনুপ্রাণিত করা যাবে। এরকম মানুষ পাওয়া যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়, ব্লগার কমিউনিটি গুলোতে। কিংবা ম্যাথ অলিম্পিয়াড অথবা এরকম কর্মসূচির সাথে যারা জড়িত তাদের মাঝে। এরাই হয়ত আগেও নিবন্ধগুলো লিখতেন, কিন্তু নিজের আগ্রহে তেমন কোন লক্ষ্য ছাড়া। উইকিমিডিয়া চ্যাপ্টারস সম্পূর্ণরূপে গঠনের আগেই আমরা এই প্রচেষ্টা গুলোকে সংঘবদ্ধ করার একটা উদ্যোগ নিতে পারি। আমার মনে হয় এরকম কিছু প্রচেষ্টার সাফল্য চ্যাপ্টারস এর ধারনাকে মানুষের কাছে আরও সফলভাবে পৌঁছে দিতে পারবে।
যা লেখা হল সেটা একান্তই আমার ব্যাক্তিগত অভিমত। সম্ভবত তেমন একটা গুছিয়ে লিখতে পারিনি। তারপরও এটাকে সূত্র ধরে কোন ভালো পরিকল্পনা বের হয়ে আসুক সেটাই আশা করি।
ওয়াসিক মুরসালিন।
______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd _________________________________________________________________ Drag n’ drop—Get easy photo sharing with Windows Live™ Photos.
http://www.microsoft.com/windows/windowslive/products/photos.aspx