প্রিয় সবাই,
সামনেই ২০১৪ সাল। বাংলা উইকিপিডিয়া পূর্ণ করতে দশ বছর। নিশ্চয়ই এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার।
এখন এখানে একটা ব্যাপার আছে। বাংলা উইকিপিডিয়ার সূচনা বলা হয় ২০০৪ এর জানুয়ারি মাসে (কারণটা আমি ঠিক জানি না) কিন্তু উইকিপিডিয়াার প্রধান পাতার প্রথম এডিট ১৪ জুন ২০০৪। এক্ষেত্রে জন্মদিন হিসেবে কোনটাকে ধরা ঠিক হবে?
কমিউনিটির সবার মতামত - পরামর্শ জানতে চাই।
ধন্যবাদ। --- Shabab Mustafa