সুধী
আশা করি আপনারা সবাই গত শুক্রবার হয়ে যাওয়া মিট-আপের বিষয় সম্পর্কে অবগত আছেন। মিট-আপের দিনটি একটু অসুবিধাজনক হওয়ায় (দিনটি ছিলো শুক্রবার ও পরের দিন পহেলা বৈশাখ হওয়ায় অনেকেরই অনেক ব্যস্ততা ছিলো) আশানুরূপ উপস্থিতি হয়নি। তাই মিট-আপে আমাদের যা আলোচনা করার কথা ছিলো তা উপস্থিতদের সম্মতিক্রমে শুরু থেকে এই মেইলিং লিস্টেই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও অনেক বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে এবং আলোচনায় গতি আসবে বলে আশা করি।
আপনার সবাই উইকিমিডিয়া বাংলাদেশের কর্মকাণ্ড সম্পর্কে কমবেশি অবগত। ইতিমধ্যেই চট্টগ্রামে আমরা সফলভাবে একটি অসম্মেলন আয়োজন করেছি যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো প্রায় তিন শতাধিক। উল্লেখ্য বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ছিলো মূলত একটি আউটরিচ প্রোগ্রাম যার উদ্দেশ্য ছিলো মানুষকে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে জানানো ও এটি ব্যবহারে উৎসাহী করা ও আগ্রহীদের উইকিপিডিয়ায় অবদান কীভাবে রাখতে হয় তা জানানো।
বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশ অসম্মেলন পরবর্তী কিছু বড় ধরনের কার্যক্রম শুরু করার আশা রাখে যা শুধু একটি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের বিভিন্ন স্থানেই উইকিমিডিয়া মুভমেন্ট ছড়িয়ে পড়বে। এ জন্য উইকিমিডিয়া বাংলাদেশের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে যা আমি আজকের ই-মেইলে প্রস্তাব করবো।
দেশের বিভিন্ন স্থানে আউটরিচ ও ওয়ার্কশপ প্রোগ্রাম করার জন্য আমাদের বেশ কিছু স্বেচ্ছাসেবীর প্রয়োজন হবে যাঁরা ইতিমধ্যেই উইকিপিডিয়ার সাথে পরিচিত ও কিভাবে উইকিপিডিয়া কাজ করে সে ব্যাপারে প্রাথমিক ধারণা রাখেন। এসব স্বেচ্ছাসেবীদের উইকিপিডিয়া বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা করবে যাতে তাঁরা নিজ নিজ স্থানে কমিউনিটি তৈরির কাজ ও উইকিপিডিয়া সচেতনতা তৈরি করতে পারেন। স্বাভাবিকভাবেই এ স্বেচ্ছাসেবকগণ হবেন উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য, যাঁরা উইকিমিডিয়া বাংলাদেশের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন ও এই সংগঠনটি এগিয়ে নিতে প্রত্যক্ষভাবে কাজ করবেন।
আমরা ইতিমধ্যেই জানি ঢাকার বাইরে এমন অনেক আগ্রহী উইকিমিডিয়ান আছেন যাঁরা এটাতে উৎসাহী হবেন। আমার এ মেইলের উদ্দেশ্য হচ্ছে তাঁরা ও সামগ্রিকভাবে সম্প্রদায়ের সকলে কাজটি কিভাবে দেখেন ও এটি সফলভাবে সমাধান করতে কি কি প্রয়োজন হবে বলে মনে করেন তা জানা। আমরা তাই মেইলে বিস্তারিত আলোচনা করে এ বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করবো। তাই আপনাদের যে-কোনো প্রকার প্রশ্ন নির্দিদ্বায় আপনারা এই থ্রেডে রাখতে পারেন, বা ব্যক্তিগতভাবে আমাকে ই-মেইলও করতে পারেন। তবে এ থ্রেডে ই-মেইল করাই ভালো হবে কারণ তাতে আরও অনেকে আপনার প্রশ্নের উত্তর বা মন্তব্যের ফিডব্যাক দিতে পারবেন।
তাই দেরি না করে আপনার সবাই মতামত দিন। আর ঢাকার বাইরে আগ্রহী সেচ্ছাসেবকগণ, আপনাদের প্রয়োজনটাও আপনারা জানান!
সবাইকে শুভেচ্ছা।
তানভির রহমান সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ