আগামীকাল বিকেল ৪টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফটোগ্রাফি সোসাইটির সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসে মিডিয়া ল্যাবে উইকি লাভস মনুমেন্টস ২০১৮ নিয়ে একটা কর্মশালা অনুষ্ঠিত হবে। আমি আর নাহিদ হোসেন কর্মশালাটি পরিচালনা করবো। কেউ আসতে চাইলে আমন্ত্রণ রইল। পরশু সকালে ঢাকায় একটা ফটোওয়াক করার ইচ্ছে আছে। আগ্রহীদের আমন্ত্রণ। শাহাবাগ থেকে ফটোওয়াকের চিন্তা আছে। মোটামুটি ২-৩ ঘন্টা ধরে চলবে।
হাছিব
On Mon, Sep 24, 2018 at 2:14 PM Nahid Sultan nahid@wikimedia.org.bd wrote:
কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায়কে ধন্যবাদ। আগামী মাসে ঢাকায় একটি বিষয়ভিত্তিক ফটোওয়াকের আয়োজন করার পরিকল্পনা আছে। চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে যেহেতু আমাদের সক্রিয় সম্প্রদায় রয়েছে সেহেতু চাইলে আপনারাও কিছু নির্দিষ্ট বিষয় তালিকা ধরে আয়োজন করতে পারেন।
নাহিদ সুলতান
*From:* Wikimedia-BD wikimedia-bd-bounces@lists.wikimedia.org on behalf of Md. Ibrahim Husain meraj73@gmail.com *Sent:* Monday, September 24, 2018 9:18 AM *To:* Discussion list for Bangladeshi Wikimedians *Subject:* [Wikimedia-BD] শনিবারে কুমিল্লায় উইকি আড্ডা ও ফটোওয়াক অনুষ্ঠিত
প্রিয় সুধী, আপনারা জেনে আনন্দিত হবেন যে, গত শনিবার কুমিল্লায় উইকি আড্ডা ও ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে।
এখানে আমি উইকিম্যানিয়ার অভিজ্ঞতা শেয়ার করেছি, কিভাবে কুমিল্লা সম্প্রদায়কে সংগঠিত করে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত আড্ডায় আমি, অভিজ্ঞ উইকিপিডিয়া শহীদুল হাসান রোমান সহ আগ্রহী নবীন উইকিপিডিয়ান সিফাত ও ইব্রাহীম অংশগ্রহণ করেছে। আড্ডার ছবিগুলো এখানে পাওয়া যাবেঃ https://commons.wikimedia.org/wiki/Category:Cumilla_Wikipedia_Meetup,_Septem...
এছাড়াও একটি মিনি ফটোওয়াকে আমরা অংশগ্রহণ করেছি, যেখানে নব শালবন বিহার, কুমিল্লা ক্যাডেট কলেজ সহ আরোও তিনটি স্থাপনা ছবি তুলেছি।
ফটোওয়াকের ছবিগুলো দেখা যাবে এখানেঃ https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Photowalk,_Cumilla,_Se...
শুভেচ্ছাসহ, মোঃ ইব্রাহীম হুসাইন মেরাজ কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায় _______________________________________________ Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd