সহমত @ হাসিব মাহমুদ..
2011/4/11 mak mahayalamkhan@gmail.com
2011/4/12 Haseeb Mahmud haseeb.mahmud@gmail.com
আমি যা বুঝলাম -
- গ্রুপে মেম্বার "ডিরেক্টলি" যোগ করা হয়েছিলো।
- যাদের যোগ করা হয়েছে তাদের কেউ কেউ সময়ে সময়ে আমাকে আনসাবস্ক্রাইব করুন
জাতীয় মেসেজ দিচ্ছেন। এটা সমস্যাজনক দু'টো কারণে। ক. কেউ কেউ হয়তো বিরক্ত হচ্ছেন গ্রুপ মেইল পেয়ে। খ. গ্রুপ অপ্রয়োজনীয় মেসেজ/আলোচনায় ভর্তি হচ্ছে।
আমি একটা সমাধান প্রস্তাব করছি।
- এ্যাডমিনদের কেউ সমস্ত গ্রুপ মেম্বারদের মেইল সংগ্রহ করবেন। পদ্ধতিটা
এখানে http://groups.google.com/support/bin/answer.py?hl=en&answer=46398আছে। ২. একটা মেইল করা হোক গ্রুপে "অতি জরুরী" সাবজেক্ট লাইন দিয়ে। মেইলে বলা হোক যে সবাইকে রিমুভ করে আবার যোগ করা হবে। এবং এই কাজ করতে মেম্বারদের কষ্ট করে আবার নতুন করে ইনভাইটেশন এ্যাক্সেপ্ট করতে হবে। ৩. সবাইকে মেম্বার লিস্ট থেকে রিমুভ করবেন কোন এ্যাডমিন। ৪. সমস্ত মেম্বারকে গ্রুপ ইনভাইটেশন পাঠাবেন। যাদের ইচ্ছে তারা এ্যাক্সেপ্ট করবেন। যাদের ইচ্ছে নেই তারা করবেন না।
উপরে, হাসিব মাহমুদ এর পদ্ধতিটি সমর্থন করছি।
+১
ধন্যবাদ মাহে আলম খান।
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd