সুধী,
উইকিমিডিয়া চ্যাপ্টার'স কনফারেন্স সদ্য সমাপ্ত হয়েছে। জার্মানির বার্লিনে এবারের কনফারেন্সে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিয়েছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধক্ষ্য তানভীর মোর্শেদ এবং নির্বাহী পরিষদের সদস্য নুরুন্নবী চৌধুরী হাসিব।
এই কনফারেন্সের অভিজ্ঞতা বিনিময় এবং উইকিমিডিয়া বাংলাদেশের পূর্ববর্তী কাজ পর্যালোচনা এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করার জন্য আমি আগামী ৩০ এপ্রিল (শনিবার) ঢাকা উইকিপিডিয়া মিটআপ, এপ্রিল ২০১৬ অনুষ্ঠিত হবে।
*অনুষ্ঠানের তথ্য:* *তারিখ:* ৩০ এপ্রিল, ২০১৬, শনিবার *সময়:* বিকাল ৪.৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা *স্থান:* সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারের (ঢাকা পাবলিক লাইব্রেরি) শওকত ওসমান মিলনায়তনের (পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামের) সামনের চত্বর, শাহবাগ, ঢাকা *অংশগ্রহণকারী:* সকলের জন্য উন্মুক্ত
*অনুষ্ঠান সম্পর্কিত জরুরী যোগাযোগ:* শাবাব মুস্তাফা: ০১৯১১ ৯৩ ৯৯ ২১ তানভীর মোর্শেদ: ০১৭০৩ ৫৬ ১০ ৯৮
ম্যাপসহ আরো বিস্তারিত তথ্য: https://goo.gl/w49WqW
ফেসবুক ইভেন্ট: https://www.facebook.com/events/241204422904178/
অনুষ্ঠানে সকলের সরব উপস্থিতি কামনা করছি।
-- শাবাব মুস্তাফা