ত্বরিত সহায়িকাটির ব্যাপারে সবার গঠনমূলক পরামর্শকে স্বাগমত জানাই। ত্বরিত সহায়িকাটি করার সময়, আগে থেকে প্রাপ্ত পুরোপুরি ইংরেজি উইকিপিডিয়ার চিটশিটটি অনুসরণ করা হয়েছে, তাই সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুবাদ ব্যতীত অন্যকিছু খুব একটা পরিবর্তন করা হয়নি। কিন্তু মেইলিং লিস্টে প্রাপ্ত বিভিন্ন পরামর্শের প্রেক্ষিতে এটির পরিবর্তন আনাটা আবশ্যক হয়ে পড়েছে। সকলের প্রস্তাবের প্রেক্ষিতে আমার মতামতটি আমি দিচ্ছি, এরপরেই প্রয়োজনীয় পরিবর্তনটি ফাইনাল করে চিটশিটের দু’টো কপি (একই জিনিস; একটা পিডিএফ একটা পিএনজি) দেবো।
প্রথমেই মাকসুদ ভাইয়ের উত্তর হিসেবে বলবো—চিটশিটটি এক পাতারই হবে। এপিট-ওপিঠ দুই পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে। আপনি যদি প্রচারণামূলক কথা লেখার কথা বলে থাকেন, তবে বেলায়েতভাইয়ের কথানুসারে তা আরেকটি আলাদা পিডিএফ প্রমোশনাল ম্যাটারিয়াল, যার লিঙ্ক বেলায়েতভাই দিয়ে দিয়েছেন। অনুগ্রহপূর্বক এই মেইলের একেবারে শেষে [১] নম্বর লিঙ্কটি আবার দেখুন।
বেলায়েতভাইয়ের মেইলের মন্তব্যস্বরূপ বলবো—
উপরের লেখাটি পরিবর্তন করে বেলায়েত ভাই যা লিখতে বলেছেন, তার শেষবাক্যটা ছাড়া সম্পূর্ণটার সাথে সহমত। কারণ আমার প্রস্তাব শেষবাক্যটার “প্রাথমিক বিন্যাসন কৌশল” অংশটি খুব সহজবোধ্য হয়নি। আমার মত, যেহেতু চিটশিটটি মানুষকে সহজে ত্বরিত বোঝানোর জন্য তাই কথাগুলো খুব সুনির্দিষ্ট, প্রচলিত, ও সহজবোধ্য হওয়া আবশ্যক—যদি তা ইংরেজি দিয়ে হয়, তবুও! আরো প্রস্তাব আশা করছি।বিস্তারিত জানার লেখার অংশটির সাথে একমত। আর ফন্ট ছোট হয়েই যাবে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের লোগো পরিবর্তন করে নামসহ লোগো দেবার ব্যাপারে একমত।“উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার”, নাকি শুধু “বাংলাদেশ চ্যাপ্টার”—এ ব্যাপারে খুব ভালোভাবে না বোঝায় সেভাবে কোনো মন্তব্য নেই, কারণ নতুন হওয়ায় আমি প্রযোজ্যটা খুব ভালোভাবে বুঝি না। সিদ্ধান্ত সম্পূর্ণ অভিজ্ঞদের ওপর। কিন্তু আমি প্রথমটার-ই পক্ষে, কারণ প্রথমটা সুনির্দিষ্ট মনে হচ্ছে; আর বাংলাদেশ চ্যাপ্টার তো উইকিমিডিয়া বাংলাদেশের-ই?মেইলিং লিস্টের ঠিকানা যোগ করার ব্যাপারে সম্পূর্ণ একমত।লোগোর প্লেসমেন্ট রিঅ্যাসেম্বেলিং-এর ব্যাপারেও একমত। ইংরেজি লোগোসহ একটা সংস্করণ তৈরি করা হবে।চিটশিট রঙ্গিন-ই করা হবে। মেইল পাঠানোর পর-ই আমার মনে পড়লো—ধ্যুৎ, কী গাধামো! সাদা-কালো প্রিন্ট দিলেই তো এমনটাই আসার কথা! :)পরবর্তীতে পাতার সাথে পাতার সকল মাপ ও অন্যান্য বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করা হবে। একমত হালানাগাদ করার ব্যাপারেও। অবশ্যই উইকিমিডিয়া বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট ও মেইল আই.ডি. হবে।
রুশাফি ও নাসির ভাইয়ের কথার প্রেক্ষিতে বলবো, চিটশিটটি যদি কোনো নরমাল প্রিন্ট/ফটোকপির দোকান থেকে করা হয়, তবে অবশ্যই তা একটা প্রবলেম হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই চিটশিটটিসহ মূল ইংরেজি চিটশিটটি করা হয়েছে ব্রশিয়ারের এক কলামের আকৃতির কথা মাথায় রেখে। বাংলাদেশে মোবাইল কম্পানি তাঁদের বিভিন্ন প্যাকেজের প্রমোশনাল যে ব্রশিয়ার করে; এপিঠ-ওপিঠ, লম্বা, কিন্তু প্রস্থ কম—সেরকম। বোঝাতে পারলাম কী না জানি না। তবে এ সাইজে প্রিন্ট আসলে একসাথে অনেক করা প্রয়োজন, অনেকটা ছাপাখানায়। সেজন্য একটা ভার্সন করা থাকবে, তবে এবার যেটা করবো, তা হবে এফোর সাইজের। এতে তাৎক্ষণিকভাবে যেকোনো সময় প্রিন্ট/ফটোকপি করা যাবে।
রুশাফিভাইকে বলছি, লেটার সাইজের (১১ X ৮.৫ ইঞ্চি) চেয়ে এফোর (১১.৬৯ X ৮.২৭ ইঞ্চি) প্রস্থে একটু চাপা, তবে আমার মনে হয় লেটারসাইজের পেইজ কিন্তু এফোরের চেয়ে অনেক সহজলভ্য। আমি তো প্রধানত অফিসেই লেটার সাইজ দেখি। আর নাসিরভাই, এফোর করা হলে কিন্তু হেডিং লোগো এম্নিতেই ছোট করতে হবে, কারণ লম্বায় স্থান কমে যাবে। আর সরকারি যে পেইজ সাইজ বলেছেন, সেটা হচ্ছে রয়্যাল সাইজ (১১ X ১৩ ইঞ্চি); সেটাও কিন্তু সরকারি প্রতিষ্ঠান ও কিছু স্টেশনারির দোকান ছাড়া সহজলভ্য নয়।
পরীক্ষা চলছে; তাই সামনের সংস্করণটি দিতে ১/২দিন সময় লাগবে। আশা করি এটুকু অপেক্ষা সবাই করবেন। সবশেষে যা বলবো: চিটশিটটির বিষয়শ্রেণী অংশে লেখা আছে, {{বিষয়শ্রেণী:বিষয়শ্রেণীর নাম}}, কিন্তু পাশে লেখা “ক” নামের বিষয়শ্রেণী যোগের ক্ষেত্রে; অনিচ্ছাকৃত এই ভুলটি কারো চোখে পড়লো না, আপচুচ! :)
তানভির উইকিমিডিয়া বাংলাদেশ
[১] http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e8/Wikipedia-leaflet-en.pdf Windows Live: Keep your friends up to date with what you do online. _________________________________________________________________ Windows Live: Friends get your Flickr, Yelp, and Digg updates when they e-mail you. http://www.microsoft.com/middleeast/windows/windowslive/see-it-in-action/soc...