ধন্যবাদ মুনির ভাই,
আসলে ঠিকই কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা খুবই সহজ হয়ে যায় যখন লেখক জীবিত থাকেন ও নতুন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের http://creativecommons.org ব্যাপারে বোঝেন। বেশির ভাগ লেখক , প্রকাশক, লেখকের পরিবারের কাছে মনে হয় যে বইগুলি বুঝি তাদের হাতের বাইরে চলে গেল। বাংলাদেশের সব খব জানি না। তবে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে http://creativecommons.orgবইগুলিকে পুনঃপ্রকাশ করতে হয়, এটাই চালু রীতি। ভারতে বাংলা ছাড়া অন্য ভাষায় কাজ করে CIS কিছু সফলতা পেছে [1]. বর্তমান পশ্চিমবঙ্গের বাঙালি লেখদের মাঝে CIS বা ক্রিয়েটিভ কমন্স টিম https://wiki.creativecommons.org/India সেই ভাবে কাজ করে উঠতে পারেনি। তবে তারা কাজ করে যাচ্ছেন ও আমরা সাহায্যও করছি। সেই সাপেক্ষে অনেক জটিলতার কথাও শুনেছি।
যাই হোক দীপু নাম্বার টু বইয়ের ব্যাপারে কেউকি মুহম্মদ জাফর ইকবাল স্যারের সঙ্গে কেউকি দেখা করতে পারবন?
https://blog.wikimedia.org/2014/11/11/works-iconic-indian-writer-released-wi...