বাহ্ ! প্রতি মাসে ব্যবহার করতে পারা তো আনন্দের খবর ! এই সুখবর দেয়ার জন্যে সৈকতকে অভিনন্দন। -রণদীপম বসু
--- On Sun, 19/12/10, nasir.khan@bdosn.org nasir.khan@bdosn.org wrote:
From: nasir.khan@bdosn.org nasir.khan@bdosn.org Subject: Re: [Wikimedia-BD] Wikimeetup Dhaka 8 To: "Discussion list for Bangladeshi Wikimedians" wikimedia-bd@lists.wikimedia.org Date: Sunday, 19 December, 2010, 4:35 PM
অনুষ্ঠানের ভেন্যু হিসাবে বিডিওএসএন অফিস ব্যবহার করতে কোন অসুবিধা নেই। ৭ জানুয়ারীর কর্মশালা এবং পরবর্তীতে প্রতি মাসেই আমরা এই জায়গাটি নিয়মিত মিটআপের জন্য ব্যবহার করতে পারবো।
বিডিওএসএন অফিসের অডিটরিয়ামটা বিডিওএসএন এবং জামিল সাওরয়ার ট্রাস্ট দুটি প্রতিষ্ঠানই ব্যবহার করে। অধিকাংশ দিনই বিডিওএসএন এটি ব্যবহার ফলে কখনো যদি জামিল সাওরয়ার ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠান করতে চাওয়া হয় তবে তাদের অগ্রাধিকার দেয়া হয়। দেরিতে জানানোর কারণ হল ৭ জানুয়ারী তাদের কোনো অনুষ্ঠান নেই এটি নিশ্চিত করতে ওদের পক্ষ থেকে দেরি করা হচ্ছিল।
সকলের অসুবিধার জন্য দুঃখিত।
2010/12/18 Belayet Hossain bellayet@gmail.com
নাসির, প্রজেক্টর এবং ল্যাপটপের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। চমৎকার কাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু ভ্যেনু হিসেবে বিডিওএসএন এর অফিস ব্যবহার করা যাবে কি না সে ব্যাপারে এখনও কোন কনফার্মেশন জানাননি। ভ্যেনুটা কনফার্ম হলে এ ইভেন্টের প্রচারনার কাজটি শুরু করা যেত।
অনুগ্রহ করে ভ্যেনুর ব্যপারে কনফার্মেশন দিন।
বেলায়েত
2010/12/16 nasir.khan@bdosn.org nasir.khan@bdosn.org
৮তারিখের ওয়ার্কশপের জন্য প্রোজেক্টর এবং ল্যাপটপের ব্যবস্থা করা হয়েছে।
ইন্টারনেটের সমস্যার জন্য উত্তর দিতে দেরি হয়ে গেল ।
2010/12/16 Belayet Hossain bellayet@gmail.com
Excellent! Please invite him to join the mailing list, https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
and introduce him with Wikipedia, the philosophy and its policies.
And we can make a separate thread to discuss this issue.
Belayet
2010/12/16 tonmoy khan tonmoy.du@gmail.com
Off topic, I just got a fresh lawyer who is interested to work for wikimedia bangladesh chapter. I have discussed ins and outs of the responsibility and he is eager to join. I will bring him in our next meet up.
Thanks
Ali Haidar Khan
2010/12/15 Nurun Begum bnnessa@gmail.com
I shall inform. Thanks. Salam.
2010/12/14 Belayet Hossain bellayet@gmail.com
১১ তারিখের মিটআপে আমরা প্রায় ৯ জন উপস্থিত ছিলাম। যারা উপস্থিত ছিলেন তারা হলেন, নুরুন নেসা বেগম, আলী হায়দার খান তন্ময়, তানভির মোরশেদ, অপু, শাবাব মোস্তফা, তানভির রহমান, ফরিদ, রনদীপ দা, নাসির খান সৈকত এবং আমি।
মিটআপে মূলত আমরা উইকিপিডিয়ার ১০ বছর উৎযাপন নিয়ে আলোচনা করেছি এবং তাতে দুটো অনুষ্ঠান মোটামোটি ভাবে চূড়ান্ত হয়েছে,
১. ব্লগারদের জন্য উইকিপিডিয়া ওয়ার্কশপ
২. উইকিপিডিয়ার স্টক/বাল্ক পরিমাণ ছবি সংগ্রহ কার্যক্রম ৩. ১৫ তারিখের জন্মদিনের পার্টি
আমরা অনুষ্ঠান দুটোর তারিখ সময়, সম্ভাব্য অংশগ্রহণকারীর সংখ্যা, সম্ভাব্য খরচ নির্ধারণ করেছি।
১ ও ২
ব্লগারদের জন্য উইকিপিডিয়া ওয়ার্কশপ এর জন্য সময় ৭ তারিখ শুক্রবার বিকেল ৩.০০ টা নির্ধারণ করা হয়েছে। এবং একই দিনে একই স্থানে উইকিপিডিয়ার জন্য ছবি সংগ্রহের কার্যক্রমটি রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে যে কেউ সেখানে তাদের ছবি দান করতে পারবেন।
গত মিটআপের সিদ্ধান্ত ধরে এ ওয়ার্কশপ এবং ছবি সংগ্রহ করার কার্যক্রমের জন্য বিডিওএসএন এর অফিসে আয়োজনের প্রস্তাব রাখা হয়। বিডিওএসএন এর অফিস, প্রজেক্টর, ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নাসির খান সৈকতকে দায়িত্ব দেওয়া হয়। তিনি এ বিষয়ে মুনির ভাইয়ের সাথে আলোচনা করে আমাদের অতিসত্বর জানাবেন।
এর জন্য মোট অংশগ্রহণকারীর সংখ্যা ধরা হয় ৫০জন্য এবং সম্ভাব্য খরচ, ৫০ জনের হালকা নাস্তা ৫০*২০/-=১০০০ /- ব্যানার ১*১০০০/-=১০০০/- স্বেচ্ছাসেবকদের দুপুরের খারবার ১০*১০০/-=১০০০/-
------------------------------------------------------------------- মোট ৩০০০/-
ধরে নেওয়া হয়েছে প্রজেক্টর, ল্যাপটপ বিনামূল্যে সংগ্রহ করা যাবে। ৩
জন্মদিনের অনুষ্ঠান হবে ১৫ তারিখে। অবশ্যই সবকিছু ইনফরমাল এবং পার্টি মুডে হবে। সময় ১৫ তারিখ বিকেল ৩ টা। অনুষ্ঠানে যা হবে তা অনেকটা এরকম,
জাতীয় সঙ্গীত স্বাগতম বক্তব্য উইকিপিডিয়ার কিছু ভিডিও স্ক্রিনিং কেক কাটা উন্মুক্ত আলোচনা/আড্ডা... রাফেল ড্র হাই টি
সম্ভাব্য স্থান এখনও পাওয়া যায়নি, তবে নুরুন নেসা আপা প্রস্তাব করেছেন তা ঢাকা ক্লাবে করা যায় কিনা। এ ব্যাপারে উনি খোঁজ নিয়ে জানাবেন বলেছেন।
এ অনুষ্ঠানের জন্য বাজেট যা করা হয়েছে তা অনেকটা এমন, সম্ভাব্য অংশগ্রহণকারীর সংখ্যা রাখা হয়েছে ৫০জন। আগ্রহীদের অবশ্যই নির্দিষ্ট ব্যবস্থায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে হবে। ৫০ জনের হাই টি ৫০*১০০/-=৫০০০/-
ভেন্যু ১*২০০০/-=২০০০/- কেক ১*২০০০/-=২০০০/- পানি/সফট ড্রিংক্স ৫০*২০/-=১০০০/- ব্যানার ১*১০০০/-=১০০০/-
সাউন্ড সিস্টেম ১*১০০০/-=১০০০/- লোগো খচিত মগ ৫০*১৫০/-=৭৫০০/- ------------------------------------------------------------------ মোট ১৯৫০০/-
ধরে নেওয়া হয়েছে প্রজেক্টর, ল্যাপটপ বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
এখানে উত্থপিত বিষয়গুলো সবই প্রস্তাবিত। এ ব্যাপারে মেইলিং লিস্টে বিস্তারিত আলোচনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রস্তাবিত খরচ ১৯৫০০+৩০০০ =২২৫০০ রাউন্ড ফিগার ২৩০০০ কিভাবে সংগ্রহ করা যাবে তাও বিস্তারিত মেইলিং লিস্টে আলোচনা করার কথা। প্রস্তাব ছিল যে যেভাবে পারেন ব্যক্তিগত উদ্যোগে স্পন্সর/ডোনারের কাছ থেকে এ টাকা সংগ্রহের প্রয়াস চালানো অনুরোধ করা। কি পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হল তা ২৫শে ডিসেম্বরের মধ্যে জানানোর জন্য তারিখ নির্ধারিত হয়েছে।
এছাড়া উইকিপিডিয়ায় কন্টেন্ট বাড়ানোর জন্য দুটো আইডিয়া আসে, ফটোওয়াক- রনদীপমদা এবং শাবাব ভাই ব্লগে ইংরেজী নিবন্ধ অনুবাদ - আলী হায়দার ভাই
আশা করি ওনাদের এই আইডিয়াগুলো ওনারা মেইলিং লিস্টে আলোচনা করবেন।
উইকিপিডিয়ার ১০ বছর উৎযাপনের সফল আয়োজন সম্পন্ন করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনাদের মতামত, পরামর্শ, আলোচনা সহ সবরকমের সহযোগিতা এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যস্ততার কারণে দেরিতে মিটআপের বিস্তারিত জানানোর জন্য ক্ষমাপ্রার্থী।
বেলায়েত