এডিটাথন শুরু হয়েছে: https://bn.wikipedia.org/s/atd8
________________________________ From: Wikimedia-BD wikimedia-bd-bounces@lists.wikimedia.org on behalf of Nahid Sultan nahid@wikimedia.org.bd Sent: Friday, March 2, 2018 7:30 PM To: Wikimedia Bangladesh Subject: [Wikimedia-BD] নারী দিবসে বাংলা উইকিপিডিয়ার অনলাইন এডিটাথনে আমন্ত্রণ
প্রিয় সবাই, আগামী ৮ই মার্চ নারী দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে নারী বিষয়ক নিবন্ধসমূহ সমৃদ্ধ করার উদ্দেশ্য উইকিমিডিয়া বাংলাদেশ ও ঢাকাস্থ সুইডিশ দূতাবাস যৌথভাবে একটি অনলাইন এডিটাথনের আয়োজন করছে। এই এডিটাথনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশাকরছি, এরফলে উইকিপিডিয়া তথা ইন্টারনেটে জেন্ডারগ্যাপ কিছুটা হলেও দূর হবে। দূতাবাস তাদের নিজেদের সামাজিক যোগাযোগ ও অন্য মাধ্যম থেকেও এই ইভেন্টের প্রচারণা চালাবে।
ইভেন্ট পাতা: https://bn.wikipedia.org/s/atd8
ধন্যবাদ নাহিদ সুলতান