সবাইকে শুভেচ্ছা..
সম্প্রতি একটা কাজে ভারতের দিল্লিতে গিয়েছিলাম..সেখানে উইকিমিডিয়া ইন্ডিয়ার কার্যালয়ে উইকিমিডিয়া ইন্ডিয়ার সদস্যদের সাথে আমরা একটা বৈঠক করেছি..এতে আমি (১), বাংলা উইকিপিডিয়ান জাহিদ হোসাইন খান আশা (২), আমাদের অফলাইন উইকিপিডিয়ান ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূইয়া জুয়েল অংশ নেই। বৈঠকে উইকিপিডিয়ার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলা উইকিপিডিয়ায় কীভাবে আরও নতুন উইকিপিডিয়ানদের যোগ করা যায়, নতুন নতুন বেশ কিছু প্রকল্প আর বাংলা উইকিপিডিয়া থেকে কোনো ধরনের প্রকল্প শুরু করা যেতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ বৈঠকে উইকিমিডিয়া ভারতের পরামর্শক অ্যালেক্স সিজু, নিতিকা টেন্ডেন, নূপুর রিভাল, সুভাশিষ পানিগ্রাহী অংশ নেয়.. এ বিষয়ে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ (৩)..উইকিমিডিয়া ইন্ডিয়া অফিসে অনুষ্ঠিত এ বৈঠকে আরো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে..
(১) http://bn.wikipedia.org/wiki/user:nhasive (২) http://bn.wikipedia.org/wiki/user:Aashaa (৩) http://www.prothom-alo.com/detail/date/2012-06-14/news/265567