প্রিয় সবাই, ইতিমধ্যে গতকাল আমাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা ছাড়া সাতটি বিভাগীয় শহরে আমরা "বাংলা উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ" শীর্ষক আয়োজন করবো। বিশেষ করে প্রতিটি বিভাগে বিশ্ববিদ্যালয়/কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা হাতে কলমে এ আয়োজন করতে চাই তাই আমরা সরাসরি ল্যাবে এ আয়োজন করতে চাই।
*প্রথম আয়োজন হবে: ২৯ নভেম্বর ২০১৪, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি* *দ্বিতীয় আয়োজন হবে: ৩ ডিসেম্বর ২০১৪, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি*
পরবর্তী রাজশাহী (সবার শেষে হবে, আলোচনা চলছে), রংপুর, খুলনা, বরিশাল-এ আয়োজন হবে [এখনও তারিখ ঠিক হয়নি]। এসব অঞ্চলে এ আয়োজনে সহযোগিতা করতে আগ্রহীরা যোগাযোগ করুন। প্রতিটি বিভাগে এ আয়োজনে ঢাকা থেকে যেতে আগ্রহীরাও জানান..
যে কোন বিষয়ে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন (০১৭১২৭৫৪৭৫২)। এছাড়াও নাসির খান সৈকত(০১৯১৬০৩৮৬৩৬), নাহিদ সুলতান (০১৬৮০৫০০৫৭৪) ও তানভির মোরশেদের (০১৬৭৭৮৯০৯৪০) সঙ্গে যোগাযোগ করতে পারেন।
2014-11-24 15:40 GMT+06:00 Tanweer Morshed wiki.tanweer@gmail.com:
সুধী,
উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে এবং গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আজ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আগামী এক মাস ধরে বাংলাদেশের সাতটি বিভাগের প্রতিটিতে উইকিপিডিয়া কর্মশালা আয়োজনের ঘোষণা দেয়া হয়। এছাড়া বেস্ট উইকিপিডিয়ান পুরস্কারের জন্য সাতটি বিভাগ থেকে সেরা তিন উইকিপিডিয়া সম্পাদক নির্বাচিত করা হবে। ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত সম্মেলনে মোট ২১ জন থেকে তিনজনক শীর্ষ উইকিপিডিয়ানকে বেস্ট উইকিপিডিয়ান হিসেবে পুরস্কৃত করা হবে।
সংবাদ সম্মেলনের ছবিঃ https://commons.wikimedia.org/wiki/Category:10th_Anniversary_Press_Conferenc...
Regards - Tanweer Morshed
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn