বছরজুড়ে বিভিন্ন ছবি প্রতিযোগিতার পাশাপাশি এরকম ফটোওয়াক সারাদেশব্যাপী মাঝে মাঝেই আয়োজন করা উচিত আমাদের। এক্ষেত্রে অগ্রগামী *কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায়* ধারাবাহিক ভাবে ফটোওয়াকের আয়োজন করে আসছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।
আয়োজকদের জন্য রইলো ভালোবাসা।