ধন্যবাদ প্রত্যয় সংবাদটা মেইলিং লিস্টে শেয়ার করবার জন্যে। তোমাকে আর হাসিব ভাইকে ধন্যবাদ এধরণের একটা উপস্থাপনা করার জন্য, আশা করছি নতুন কিশোর-কিশোরীরা বাংলা উইকির অগ্রযাত্রায় এগিয়ে আসবে।
2015-11-21 20:47 GMT+06:00 Pratyya Ghosh pratyyaghosh@yahoo.com:
সুধী, আজ ২১ নভেম্বর ২০১৫, রোজ শনিবার বিকালে প্রথম-আলোর কার্যালয়ে কিশোর-আলো এর মাসিক মিটিং-এ বাংলা উইকির নিয়ে একটি আলোচনা ও প্রেজেন্টেশন উপস্থাপিত হয়েছে। ঐ সময় উপস্থিত ছিলেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাসিব, আমি (প্রত্যয় ঘোষ) এবং উইকিপিডিয়ান ইফতিখার উদ্দিন সিয়াম। প্রায় ১৫ মিনিটের এই আলোচনায় আরও অংশ নেন কিশোর-আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের। আলোচনায় উপস্থিত ৭০-৮০ জন কিশোর-কিশোরীকে বাংলা উইকি সম্পর্কিত তথ্য প্রদান করা হয় এবং এর পাশাপাশি বাংলা উইকিপিডিয়া জনপ্রিয়করণে একটি প্রেজেন্টেশন দেয়া হয়।
Pratyya Ghosh || Volunteer Editor at Wikipedia || Member of Wikimedia Bangladesh || Facebook : Pratyya Ghosh || Twitter : @Pratyya10
Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn