সুধী,
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্য নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নতুন সদস্য নেওয়ার এ কার্যক্রম চলবে। এ সময়সীমার মধ্যে আপনি চাইলে উইকিমিডিয়া বাংলাদেশের একজন সদস্য হিসেবে নিবন্ধন করতে পারেন। সদস্য হিসেবে নিবন্ধন, সদস্যপদের ধরণ, সুবিধা ও সদস্য ফি জমা দেওয়ার বিস্তারিত পাবেন নিচের লিংক দুটিতে। এছাড়াও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের জন্য আলাদা মেইল করা হয়েছে।
নিয়ম ও অন্যান্য তথ্য:
http://wikimedia.org.bd/get-involved/member-registration
নিবন্ধন লিংক:
http://wikimedia.org.bd/get-involved/member-registration
আপনার জ্ঞাতার্থে কিছু তথ্য:
আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহায়তায় উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম ধীরে ধীরে দেশব্যাপী বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে ইন্টারনেটে মুক্ত জ্ঞানভাণ্ডার উইকিপিডিয়াসহ অন্যান্য সহপ্রকল্পগুলোতে (উইকিমিডিয়া কমন্স, উইকিসংকলন ও উইকিউপাত্ত ইত্যাদি) বাংলাদেশি ব্যবহারকারী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি আরও জেনে আনন্দিত হবেন যে, আমাদের সবার প্রচেষ্টায় ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায় তৈরি হয়েছে ও হচ্ছে। যার মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের সম্প্রদায় সক্রিয়ভাবে বছরব্যাপী কাজ করেছে এবং রংপুর ও বরিশালেও এরকম সম্প্রদায় গঠন করে স্থানীয়ভাবে উইকিমিডিয়া বাংলাদেশের শিক্ষামূলক কার্যক্রমের ব্যপ্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
২০১৬ সালের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন পাওয়া যাবে এখানে: https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Wikimedia_Bangladesh_act...
[বি.দ্র. আমরা যে কোন বৈধ প্রতিষ্ঠানকে, প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হতেও সদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রাতিষ্ঠানিক সদস্যপদের জন্য অনুগ্রহ করে info[at]wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।]
[অফটপিক: সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে মেইলিং লিস্টে মডারেশন ফ্ল্যাগ যুক্ত করা হয়েছে। নিয়মিতদের আইডি থেকে ফ্ল্যাগ ইমেইল পাওয়ার পর উঠিয়ে নেওয়া হবে।]
ধন্যবাদান্তে,
নাহিদ সুলতান
সাধারণ সম্পাদক
উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন