ওপনে পিআর সম্পর্কে আর ও জানতে চাই।
--- On Wed, 4/13/11, Ananya Raihan ananya.raihan@gmail.com wrote:
From: Ananya Raihan ananya.raihan@gmail.com Subject: Re: [Wikimedia-BD] বাংলাউইকিপিডিয়ানদের বর্ষবরণ To: "Munir Hasan" munir.hasan@bdosn.org Cc: "btnmembers" btnmembers@mission2011.net.bd, "Discussion list for Bangladeshi Wikimedians" wikimedia-bd@lists.wikimedia.org, "members" members@bdosn.org Date: Wednesday, April 13, 2011, 10:19 AM
মুনীর ভাই হলুদ টি শার্ট পাওয়ার ফর্মুলা কী? নববর্ষের শুভেচ্ছা সব উকিপেডিয়ানদের অনন্য
2011/4/13 Munir Hasan munir.hasan@bdosn.org
প্রিয় সবাই,
১৪১৭ যায় যায়। কাল ভোরে উঠবে একটি নতুন বছরের সূর্য। নতুন বছরকে আহবান জানানোর জন্য অন্যান্য বছরের মতো এবারও পহেলা বৈশাখে বাংলা উইকিপিডিয়ানদের বর্ষবরণ জমায়েতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এই আয়োজন এবার ৬ বছরে পড়বে।
জমায়েত হবে শাহবাগ পাবলিক লাইব্রেরীর গেটের সামনে রাস্তার উপর। বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন এই ব্যানার নিয়ে সেখানে উপস্থিত থাকবে বাংলা উইকিপিডিয়ানরা।
জমায়েত শুরু -সকাল ১০টায়। গরমের তারতম্যভেদে সর্বোচ্চ ৩০-৪৫ মিনিট থাকা হবে।
যারা নতুন আসবেন তারা ব্যানার খোঁজ করবেন অথবা হলুদ টি-শার্ট পড়াদের খুজবেন। টি-শার্টের সামনে স্বাগত ১৪১৮ এ বিডিওএসএনের লোগো, পেছনে উইকিপিডিয়ার লোগো আর হাতায় ওপেন পিআরের লোগো। পিআর সংস্থা ওপনে পিআর আমাদের এবারের টিশার্টের খরচের একটি অংশ স্পনসর করেছে। তাদের জন্য শুভেচ্ছা। ব্যবসা বাড়ুক এবং আগামীবার পতুয়া স্পন্সর করুক এই কামনা।
যাঁরা উইকিপিডিয়ান, যাঁরা উইকিপিডিয়ান নন - সবার আমন্ত্রণ।
নতুন বছরে মুক্ত কন্টেন্টের প্রতি আপনার আগ্রহ আরো বাড়ুক। শুভ নববর্ষ।
মুনির হাসান সাধারণ সম্পাদক বিডিওএসএন