১.
বিষয়টা আমি বেশ কিছুদিন আগে (সম্ভবত উইকি গ্রুপটাতে) সবারে নজরে এনেছিলাম । আমার প্রস্তাবনা ছিলো একধরনের বুট ক্যাম্পের আয়োজন করা । যেখানে যেকোন একদিন একেকটা ক্যাটাগরি ধরে ধরে একসাথে সবাই বসে ভুক্তিগুলো ঠিক করবে । সার্বক্ষণিক সহযোগিতার জন্য তখন কোন অভিজ্ঞরা থাকবেন যাতে করে কোন প্রশ্ন থাকলে সাথে সাথে সেটা সমাধান করা যায় ।
একটা উদাহরন দেই । ধরা যাক আমরা ঠিক করলাম আগামী দুই সপ্তাহ আমরা "ভাষাhttp://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A3%E0%A7%80:%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE" ক্যাটাগরির ভুক্তিগুলো মানুষ করার চেষ্টা করবো । এটা করতে কর্মপদ্ধতি এরকম হতে পারে -
ক. গ্রুপে ঘোষণা দেয়া যে আমরা এই বিষয়শ্রেনী নিয়ে এত তারিখ থেকে এতো তারিখ পর্যন্ত মানোন্নয়নের কাজ করবো ।এখানে গ্রুপ ছাড়াও ব্যক্তিগত যোগাযোগ কাজ লাগাতে হবে । খ. এরপর দরকার মোট ভুক্তি গুনে সেটার কাজ ভাগ করে নেয়া । একেকজন তার ওপর দায়িত্ব পাওয়া টপিকগুলো নিয়েই কাজ করবে শুধু । এতে করে ওভারল্যাপিঙের সমস্যা থেকে বাঁচা যাবে । গ. কাজের অগ্রগতি কি হলো সে বিষয়ে কেউ একজন নজরদারি করবে । দরকার মতো একটা রিভিউ করে পরবর্তী বুট ক্যাম্পের জন্য কাজের ধারায় সংশোধন প্রস্তাব করবে ।
২.
আমার ব্যক্তিগত ধারনা মানুষ অনেকসময় কোনটা নিয়ে কি লিখবে বুঝে উঠতে পারে না । এক্ষেত্রে কাউকে যদি একটা নির্দিষ্ট কাজ ধরিয়ে দেয়া যায় তাহলে সেই কাজ শেষ হবার সম্ভাবনা বাড়বে ।
আমরা সবাই জানি কি করতে হবে । অতএব, দেরি না করে এই উইকেন্ডেই কাজ শুরু করে দেয়া যায় ।
/ হাসিব
2009/11/20 নাসির খান সৈকত nasir.khan@bdosn.org
খালি নিবন্ধ এবং এক দুই বাক্যের নিবন্ধের মান উন্নয়নের জন্য "হাতের পাচ" এর মত প্রকল্প শুরু করা যায়। যেখানে গুরুত্ব অনুযায়ী একটি তালিকা দেয়া হবে। আবার প্রকল্প করা না গেলে অবশ্যকীয় নিবন্ধ তালিকার মত তালিকাও করা যেতে পারে।
২০ নভেম্বর, ২০০৯ ৮:৪৮ pm এ তে, Tanvir Rahman wikitanvir@hotmail.comলিখেছে:
নতুন নিবন্ধের কথা বলছি এজন্য যে, টেমপ্লেট সর্বস্ব নিবন্ধগুলোর ঐ বিষয়ে হয়তো লিখতে অনেকেই আগ্রহ নাও পেতে পারে; যেমন: আমি নিজেই মডার্ন লাইব্রেরির ১০০ উপন্যাস বা সঙ্গীতের রাগগুলো নিয়ে লেখার আগ্রহ পাই না সেভাবে। তাই আমার মতটা হচ্ছে কেউ যদি খালি নিবন্ধগুলো দেখে ভরতে চান তবে তো খুবই ভালো হয়। কিন্তু ঐ নিবন্ধ লিখতে না পারলে তিনি নতুন নিবন্ধ লিখলেন। মোট কথা তিনি দুটো নিবন্ধকে গড়ে প্রতিদিন দুই প্যারা করে চার প্যারায় উন্নীত করবেন। এটা তিনি একটি খালি নিবন্ধেও করতে পারেন, নতুন নিবন্ধ সৃষ্টি করেও করতে পারেন।
এবার আসি খালি না, কিন্তু ১/২ বাক্য টাইপের নিবন্ধে। যেমন: এরকম কিছু গুরুত্বপূর্ণ দেশ ও রাজধানীর নিবন্ধ দেখেছি। এগুলো ডিলিট করা যাবে না তো বটেই। এগুলোর সম্প্রসারণই করতে হবে। তবে স্ট্র্যাটেজি উইকির পরিসংখ্যান দেখে আমার মনে হয়েছে লাভের গুড় পিপড়ায় খেয়ে ফেলেছে। কারণ, দীর্ঘ পৃষ্ঠার লিস্টে আমি অনেক বড়ো নিবন্ধের নাম পাই, কিন্তু তার আকৃতি এই খালি নিবন্ধগুলো গড় করতে গিয়ে খেয়ে ফেলছে, তাই খালি নিবন্ধের ওপরেই আমি জোর দিচ্ছি। আরেকটা কারণ এগুলো লোকেট করা সহজ, টেমপ্লেট ধরে আগালেই হয়। Alt+Shift+X দিলে খালি নিবন্ধও আসে।
আমার কাছে প্রাথমিকভাবে মনে হয় খালি নিবন্ধগুলো টার্গেট করে আগানো উচিত। এরপর আমরা এই একদুই বাক্যের দিকে নজর দিবো। কেউ যদি Alt+Shif+X চেপে দেখে দেখে কাজ করেন (নিয়মিত না হলেও মাঝেমাঝে মন চাইলে, যেমন: সপ্তাহে দুই বার) তো খুবই ভালো। আমার কাছে খালি নিবন্ধ বাংলা উইকিপিডিয়ার জন্য একটা ডিসাস্টার বৈ কিছুই নয়; শুরুর দিকে বাধা দেওয়া যায় নি, এটাই আমাদের একটা বড় ব্যর্থতা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নাম একটা নিবন্ধ, কিন্তু তাতে একটা বাক্য নেই, এটা ভাবা যায়?
তানভির
Date: Fri, 20 Nov 2009 15:26:08 +0530
From: jayantanth@gmail.com To: wikimedia-bd@lists.wikimedia.org Subject: Re: [Wikimedia-BD] দক্ষিণ এশীয় ভাষা সমূহের উইকিপিডিয়াসমূহের আঞ্চলিক বিশ্লেষণ
তানভির কি একদম নতুন নিবন্ধের কথা বলছ? আমার মনে শুধু মাত্র টেম্পলেটসর্বস্ব খালি নিবন্ধ ছাড়াও এমন অনেক নিবন্ধ আছে, যাতে খুব কম বাক্য আছে। কিন্তু সেই নিবন্ধ গুলিও খুবই প্রয়োজননীয়। alt+shift+x করেও কিছু নিবন্ধ পেতে পারি। যেগুলিতে অন্তত একটি প্যারা যোগ করা যেতে পারে। টেম্পলেটসর্বস্ব খালি নিবন্গুলি ধিরে ধিরে অপসারণ করা যেতে পারে
Windows Live: Friends get your Flickr, Yelp, and Digg updates when they e-mail you.http://www.microsoft.com/middleeast/windows/windowslive/see-it-in-action/social-network-basics.aspx?ocid=PID23461::T:WLMTAGL:ON:WL:en-xm:SI_SB_3:092010
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
-- Nasir Khan Saikat [নাসির খান সৈকত]
google.com/profiles/nasir8891 nasir8891.wordpress.com
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd