নব আত্মপ্রকাশকৃতময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সকলের প্রতি রইল অসীম ভালোবাসা ও শুভকামনা !!! ---মিডু
Sent from Yahoo Mail on Android
On Fri, Sep 23, 2022 at 10:40 PM, Rocky Masummasum@wikimedia.org.bd wrote: প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ "ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়" আজ আনুষ্ঠানিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশের অনুমোদন লাভ করেছে। এই সম্প্রদায় ময়মনসিংহ অঞ্চলে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। এর সমন্বয়ক হিসেবে আছেন দোলন প্রভা এবং সহ-সমন্বয়ক হিসেবে আছেন অনুপ সাদি, নাহিয়ান ও আবু সিয়াম।
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ময়মনসিংহ সম্প্রদায়কে অভিন্দন ও শুভেচ্ছা।
ধন্যবাদ,
রকি