শাবাব ভাইসহ সকলকে যারা এই মিটআপে অংশ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মিটআপে থাকতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। গতকাল অপ্রত্যাশিত ভাবে আমার এক আত্মীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সারাদিন আমি সেখানেই ব্যস্ত ছিলাম। আশা করি সামনে মিটআপে দেখা হবে।
বেলায়েত
2011/2/21 Shabab Mustafa shabab.mustafa@gmail.com
ওহ, আরেকটি কথা বলতে ভুলে গেছি। পুরো সময় জুড়ে বেলায়েত ভাইকে বেশ মিস করেছি। :(
Shabab Mustafa
https://wiki.ubuntu.com/Shabab
2011/2/21 Shabab Mustafa shabab.mustafa@gmail.com
আজকে প্রচন্ড ভিড় ঠেলে চারটের কিছু পর যখন মেলা গেটে পৌঁছলাম তখন দেখি অনেকে
৪টার আগে থেকেই ব্যানার নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন। উইকিপিডিয়ানদের সাথে সাথে বিডিওএসএন, ম্যাথ অলিম্পিয়াড আর লিনাক্স অনুরাগী স্বেচ্ছাসেবকদের দেখে বেশ ভাল লাগল। আজকেই আমি বেশ কয়েকজনের সাথে সরাসরি পরিচিত হলাম, যাদের নামে চিনলেও আগে সরাসরি কথা হয় নি কখনও। তবে শুরু থেকে যেমন সবাই ছিলেন না আবার শেষ পর্যন্তও অনেকে ছিলেন না। পাঁচটার পর মিছিল করে আমরা যখন মেলা গেট থেকে টিএসসি-র দিকে ফিরে যাচ্ছিলাম তখন অনেকেই দেখলাম থমকে দাঁড়িয়ে ব্যানারটা পড়ার চেষ্টা করছেন। কেউ কেউ পাশেরজনকে ডেকে দেখাচ্ছেন। সত্যিই উপভোগ্য দৃশ্য।
টিএসসি পৌঁছবার পর বিদায়ের আগে সবাই মিলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম সেটাও বেশ মজার ছিল। বিদায় নেবার সময় শেষ পর্যন্ত ৩৬ জনের মাথা গুনতে পারলেও অনেকেকেই আগেই চলে যেতে হয়েছিল। সবমিলিয়ে উপস্থিতির সংখ্যা ৪০ পেরিয়ে ৪৫ ছুঁই ছুঁই করার কথা।
বেশ কয়েক বছর ধরে এই ইভেন্টটি চলে আসলেও আমি এইবারই প্রথম এতে অংশ নিলাম। চমৎকার কিছু মানুষের সাথে দারুণ একটি ঘন্টা কাটাবার সুযোগ পেয়ে আমার বেশ ভাল লাগল। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
Shabab Mustafa
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd