ধন্যবাদ ফয়সাল আপনার এখানে যোগ দেওয়া এবং আলাপে অংশ নেওয়ার জন্য।
এই আড্ডাটি বা উইকিপিডিয়ানদের দেখা সাক্ষাতের অনুষ্ঠানটি আমরা একটু আলাদা ভাবে করতে চাই (আগে যেভাবে করতাম তা থেকে একটু আলাদা)। আমাদের নিশ্চিত করতে হবে এখানে যারা আসবে তারা উইকিপিডিয়াকে ভালবেসে আসবে এবং নিজের উদ্যোগেই আসবে। আর নির্লজ্জের মতই বলবো, যেহেতু খাবারটা হিজ হিজ হুজ হুজ ফলে যাদের এ আড্ডাতে আশার প্রকৃত ইচ্ছা এবং অন্তত কিছুর বিনিময়ে উইকিপিডিয়ার জন্য কিছু করতে চায় তারাই যোগ দিবে। আমি আশা করি না এমন কেউ, যারা শুধু মাত্র মজা দেখার জন্য বা আলাপ শোনার জন্য এ আড্ডাতে যোগ দিবেন। আড্ডাতে সবাইকে স্বক্রিয় রাখার ব্যবস্থা রাখতে হবে। সবাই উইকিপিডিয়া বিষয়ক মুক্ত ভাবে আলোচনা করতে পারবে, অবশ্যই আমরা একটি এজেন্ডা আগে থেকেই তৈরি করে নিবো, তবে "উইকিপিডিয়াতে কিভাবে সম্পাদনা করতে হবে" এমন কোন বিষয় এ আড্ডার এজেন্ডাতে থাকবে না। তাই একেবারে উইকিপিডিয়াতে নতুন বা উইকিপিডিয়াতে কাজ করা হয় নাই এমন কাউকে এ আড্ডাতে অংশ না নিতে পরামর্শ দিবো।
আমি আরও স্বক্রিয় উইকিপিডিয়ানের অপেক্ষায় রয়েছি। দেখি দিন তারিখ ও সময়ের ব্যাপারে তারা কি বলেন? তবে এ শুক্রবারে না!!! :) ইংরেজী উইকিপিডিয়ার অনেক উইকিপিডিয়ান এখনও এ মেইলিং লিস্টের কথা জানেন না। যাদের এমন কোন পরিচিত উইকিপিডিয়ান রয়েছে দয়াকরে তাদের এ মাইলিং লিস্টে যোগ এবং আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানান।
বেলায়েত [[User:Bellayet]]
2009/6/17 Faisal Hasan faisal.mecha@gmail.com
বাংলা উইকির ৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনাটুকু পড়লাম। আমি নতুন ইউজার, উইকি আড্ডাতে আগে কখনো ছিলাম না। আড্ডাটা যত তাড়াতাড়ি হয় ততোই ভালো (শুভস্য শীঘ্রম!!)। এই শুক্রবারেও করা যেতে পারে (কোথায় হলে ভালো হয়?), কী বলেন সবাই?
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd