দারুণ খবর! নিঃসন্দেহে রাজশাহীতে উইকির কার্যক্রম আরও বেগবান হবে।
অ.ট. এ ধরনের কার্যক্রম/কর্মশালা আয়োজনের আগে ইমেইল লিস্টে যদি সবাইকে জানানো হয়, তাহলে আরও অনেকের অংশগ্রহণের সুযোগ বাড়ে। আমি নিজেও কর্মশালায় থাকতে পারতাম।
গৌতম
2015-06-23 12:45 GMT+06:00 Tanweer Morshed wiki.tanweer@gmail.com:
সুধী,
গত ১৯ জুন রাজশাহীতে অনুষ্ঠিত হয় বাংলা উইকিপিডিয়া কর্মশালা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উইকি ক্লাবের উদ্বোধন। রাজশাহী বিশ্ববিদ্যালয় উইকি ক্লাব বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক উইকিপিডিয়া ক্লাব, ক্লাবটি উইকিপিডিয়া সমৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহীতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। প্রাথমিকভাবে প্রায় ১০ জন সদস্য নিয়ে ক্লাবটি গঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক। ঢাকা থেকে আলী হায়দার খান তন্ময় ভাই এবং আমি কর্মশালায় যোগ দেই।
অনুষ্ঠানের ছবি: https://commons.wikimedia.org/wiki/Category:Bangla_Wikipedia_Workshop,_Rajsh...
Regards, Tanweer Morshed
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd