প্রিয় সবাই, প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ানরা দেশের কয়েকটি স্থানে জড়ো হবেন এবং ব্যানার নিয়ে উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানাবেন। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও কুমিল্লায় উইকিপিডিয়ানরা একত্র হবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্থান, সময় ও যোগাযোগের মাধ্যমের জন্য নিচের ফেইসবুক ইভেন্ট পাতা দেখুন।
ঢাকা: https://www.facebook.com/events/146607682679885 চট্টগ্রাম: https://www.facebook.com/events/325006771340114 রাজশাহী: https://www.facebook.com/events/951804468318028 সিলেট: https://www.facebook.com/events/386745885131398 কুমিল্লা: https://www.facebook.com/events/156408471829302
ধন্যবাদ। নাহিদ সুলতান