সুপ্রিয় ম্যাক ভাই,
ঘটনাচক্রে আলাদা আলাদা কারণে আমাদের দুইজনের কারোরই যাওয়া হয়নি। আমার যাবার খুব ইচ্ছা ছিলো, কিন্তু একেবারে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করতে হয়েছে। তানভিরেরও অনেকটা একই অবস্থা। তাই আপডেটও পাচ্ছেন না।
আশা করি পরবর্তি কোনো উইকিম্যানিয়াতে সবার সাথে দেখা হবে। আগামীবার হচ্ছে হং কং এ, সুতরাং বাংলাদেশ থেকে অনেক বেশি মানুষ সেখানে যেতে পারবে বলে আশা করছি।
ভালো থাকুন।
রাগিব -- Ragib Hasan, Ph.D.
Assistant Professor & Director, UAB SECRETLab Department of Computer and Information Sciences University of Alabama at Birmingham Birmingham, AL 35294
http://secret.cis.uab.edu http://www.ragibhasan.com
2012/7/16 mak mahayalamkhan@gmail.com:
প্রিয় রাগিব ভাই ও তানভির,
চলমান উইকিম্যানিয়া ২০১২ তে আপনাদের উপস্থিতি ও অংশগ্রহন নিরাপদ ও সফল হোক। আপনাদের কোন ছবি বা সংবাদ পাচ্ছি না। আমার ফেসবুক বন্ধু আলোলিতা শর্মা এবং অন্যান্য বিদেশী বন্ধুদের অংশগ্রহনের খবর ও ছবি নিয়মিত ব্রডকাস্ট আকারে পাচ্ছি। আশা করি আপনারা লাইব্রেরি অফ কংগ্রেসে গিয়েছিলেন।
আপনাদের সংবাদের আশায় রইলাম।
mak_
2012/5/13 Tanvir Rahman wikitanvir@gmail.com
আগামী জুলাইয়ের ১২ থেকে ১৫ তারিখ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উইকিম্যানিয়া ২০১৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উইকিম্যানিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালিত উইকি প্রকল্পগুলোর অবদানকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। বিশ্বের সর্ববৃহৎ এই উইকি সম্মেলনের এটি অষ্টম আয়োজন। এবং দ্বিতীয় বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনটি হোস্ট করছে।
এই বার্ষিক উইকি সম্মেলনের প্রায় প্রতি বছরই বাংলাদেশি প্রতিনিধিদের উপস্থিতি ছিলো। আশা করা যায় এবারেও ব্যতিক্রম হবে না। এবার আমাদের জানামতে দুজন বাংলাদেশি উইকিম্যানিয়ায় যোগ দিচ্ছেন -- রাগিব হাসান ও আমি। কিন্তু আমাদের জানার বাইরেও আর কেউ কি উইকিম্যানিয়ায় যোগ দিচ্ছেন?
তানভির
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd