ভাই, আমার বিশ্ববিদ্যালয়ে এমন একটা ওয়ার্কশপ আমি করতে চাই।
শেরিফ ০১৯১৮১৭১৪২৭
2011/4/11 Tanvir Rahman wikitanvir@gmail.com
গত ৯ এপ্রিল, ২০১১ তারিখে বাংলা উইকিপিডিয়ার ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। যথাযথ প্রচারের অভাবে খুব বেশি অংশগ্রহণকারী অংশ নিতে না পারলেও মোটামুটি ১০ থেকে ১৫ জনের মতো অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আগ্রহীদেরকে উইকিপিডিয়া কি, উইকিপিডিয়ার দর্শন ও বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব সম্পর্কে ব্রিফ করার পাশাপাশি, প্রজেক্টরে উইকিপিডিয়ায় সম্পাদনার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্ক সরাসরি টিউটোরিয়াল প্রদান করা হয়েছে।
দুঃখজনক হলেও সত্যি ওয়ার্কশপটির ছবি নিতে আমরা ভুলে গিয়েছিলাম। :( এজন্য দুঃখ প্রকাশ করছি।
তানভির
Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd