আগামীকাল বিকেল ৫.১৫ তেকে ৬.৩০ পর্যন্ত আমাদের একটা জরুরী মিটআপ হবে। যদি আমরা আসরেই বড় করে দশক পূর্তি করতে চাই তাহরে আমাদের পরস্পরের সঙ্গে দেখা হওয়াটা জরুরী। আমি গতকালই ভেবেছিলাম যে, ইভেন্টটা করে ফেলবো কিন্তু ব্যস্ততার কারনে সম্ভব হয় নি।
প্রোগ্রাম
তারিখ - ২২ আগস্ট ২০১৪. মুক্রবার সময় বিকেল ৫.১৫ থেকে৬.৩০ স্থান - বিডিওএসএন াফিস, ২১০/২ এলিফেন্ট রোড, শেলটেক নিরিবিলি (ওখানে একটা কার্পেটে বসার মিটিং রুম আছে)
সম্ভাব্য এজেন্ডা -
১. WMBD -এর ফর্মাল সদস্য সংগ্রহ করার বুদ্ধি, ২. ওযেবসাইট ৩. উইকিম্যানিয়ার অভিজ্ঞতা বিনিময় (৫ জনের কেও যদি আসে) ৪. ১০ বছর পূর্তির একটা খসড়া পরিকল্পনা ঠিক করে সেটি নিয়ে কাজ শুরু করা ৫. পরবর্তী মিটআপের দিনক্ষণ ঠিক করা
ফেসবুক ইভেন্ট https://www.facebook.com/events/343031075861595/
সবাই একটু সহযোগিতা করলে খবরটা ছড়াবে।
আমি দু:খিত যে, ধুমধাম করে করতে হচ্ছে। তবে, এভাবে না কররে মনে হয় অবলাইন একটিভিটি কিছুতেই লাইনে আসবে না।
সবাইকে ধন্যবাদ।