প্রিয় সবাই,
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ সংগঠনটির অপারেশন্স কমিটির নতুন সদস্য হিসেবে চট্টগ্রামের সক্রিয় উইকিপিডিয়ান এবং ভলান্টিয়ার রাফায়েল রাসেলকে মনোনীত করেছে। রাফায়েল রাসেল এখন থেকে অপারেশন্স কমিটির অন্যান্য সদস্যদের সাথে আউটরিচ নিয়ে কাজ করবে। রাসেল চট্টগ্রাম থেকে মনোনীত অপারেশন্স কমিটির দ্বিতীয় সদস্য। আমরা আশা করি রাফায়েল রাসেল বাংলা উইকিপিডিয়া এবং মুক্তজ্ঞানের প্রসারে তার সক্রিয় অংশগ্রহন অব্যাহত রাখবে।
ধন্যবাদ
Ali Haidar Khan Treasurer, Wikimedia Bangladesh