অত্যন্ত ভালো কথা। একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে আমি যথেষ্ট ব্যস্ত। তবুও প্রস্তাবটি শুনে কিছু কাজ করার মত উপযোগ মনে দোলা দিচ্ছে।মনে হচ্ছে, আমিও আমার পছন্দের বিষয় ভিত্তিক কিছু করে আপনাদের সাথে যুক্ত হতে পারব।তবে সবটুকু নিশ্চিত নই।যেহেতু একটি দিনের উদ্যোগ আর সেদিন কর্ম ব্যস্ততা কোন পর্যায়ে থাকে- এসবের উপর নির্ভর করবে।শুভ কামনা সকলের প্রতি। মিডু-------------------------Professional Activities: Graphic Designer & Print Div. Supervisor | Makkah Branch | www.mtalaqi.comMember | Wikimedia Bangladesh Foundation | www.wikimedia.org.bd Project Manager | www.affixbd.com Mobile: +966551464399 (Makkah) | WhatsApp | IMO | LineFacebook | Twitter | Google+ | Skype: meduqtp | Email: medu321@yahoo.com
On Sunday, March 6, 2016 2:56 PM, Nurunnaby Chowdhury (Hasive) nhasive@wikimedia.org.bd wrote:
প্রিয় সবাই, শুভেচ্ছা। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা একটা অনলাইন এডিট-এ-থন করতে চাই। ওই দিন আমরা সফল নারীদের (নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, তারকা ইত্যাদি) নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় যোগ করতে চাই। কাজটা যেহেতু অনলাইনে তাই চাইলে যে কেউ এ আয়োজনে অংশ নিতে পারেন। দিনব্যাপী চলবে এডিট-এ-থন। দিনটিতে আমরা শুধু নারীদের নিবন্ধগুলো করতে চাই। ইংরেজি ভাষায় যে নিবন্ধ আছে সেগুলোকেই বাংলায় অনুবাদের মাধ্যমেই আমরা এ এডিট-এ-থনে যোগ দিতে পারি। * রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায় ৮ মার্চৃ শুধুমাত্র নারীদের নিয়ে একটা কর্মশালার আয়োজন করেছে। সকলের মতামত ও সহযোগিতা কাম্য। -হাছিব